চলতি বছর বক্স অফিসে লক্ষ্মী লাভ চোখের পরার মতো। অধিকাংশ ছবিই মুক্তি পাওয়ার পর তা দর্শক মনে জায়গা করে নিয়েছে। করোনার পর যেখানে দর্শকদের সিনেমাহলে ফেরানোর চিন্তায় মরিয়া ছিলেন সিনেমা নির্মাতারা, সেখানে দাঁড়িয়ে দর্শকদের টিকিট দিয়ে উঠতে পারছেন না তাঁরা। শো শুরু হয়ে যাচ্ছে ভোর পাঁচটাতেই। ইতিহাসে এই প্রথম, শাহরুখ খানের জওয়ান ছবি দেখতে কাকভোর থেকে শুরু হয়েছিল সেলিব্রেশন। সকেলই কিং খানের কামব্যাকে যেভাবে স্বাগত জানিয়েছে, তা এক কথায় বলতে গেলে তাক লাগিয়ে দেওয়ার মতো। টিকিট বিক্রি হয়েছে মোটা টাকায়। কোথাও কোথায় সিঙ্গল স্ক্রিনে হয়েছে টিকিট ব্ল্যাক। রেট্রো দিনের কথা যেন পলকে মনে করিয়ে দিয়ে যায় এই দিনগুলো।
সকলের মুখে মুখে একটাই কথা, বলিউডে আবারও ফিরেছে নিজ ছন্দে। কেবল বলিউডই নয়, দক্ষিণ থেকে শুরু করে টলিউড, সব ক্ষেত্রেই ছবির দর্শকেরা আবারও যেন প্রেক্ষাগৃহ মুখী হয়েছে। বেড়েছে টিকিটের চাহিদা। আবারও বেড়েছে টিকিট মূল্য। শাহরুখ খানের জওয়ান ছবির টিকিট কোথাও বিক্রি হয়েছে ২০০০ টাকায়, কোথাও বিক্রি হয়েছে ২৮০০ টাকায়। সেই ছবিও এবার দেখে নিতে পারেন মাত্র ৯৯ টাকায়।
কবে, কোথায় ভাবছেন? ১৩ অক্টোবর, গোটা দেশ জুড়ে প্রায় ৪০০০-এর বেশি সিনেমাহলে পাওয়া যাবে এই অফার। এখানেই শেষ নয়, টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র ৯৯ টাকা। এই সুযোগ সারা দেশে পাওয়া যাবে ১৩ই অক্টোবর জাতীয় চলচ্চিত্র দিবসে। মাল্টিপ্লেক্স এসোসিয়েশন অফ ইন্ডিয়া সিনেপ্রেমীদের জন্য এমন অফার ঘোষণা করেছে। সুযোগ পাওয়া যাবে মিরাজ, ডিলাইট, সিনেপলিস, মুক্তা এ টু, এশিয়ান, সিটি প্রাইড, ওয়েব মাল্টিপ্লেক্সে। এম২কে, পিভিআর ও আইনক্সও এভাবেই উদযাপন করবে জাতীয় সিনেমা দিবস।
সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রেও থাকছে এই অফার। তবে কাউন্টার থেকে নয়। অনলাইনে টিকিট কিনলেন মিলবে এই ছাড়। সিঙ্গল স্ক্রিন কাউন্টারে এই অফার পাওয়া যাবে কি না, তা নির্ভর করছে বিভিন্ন হল কর্তৃপক্ষের ওপর। তবে মিল্টিপ্লেক্সে এই অফার পাওয়া যাবে অনলাইন ও অফলাইন দুটোতেই। পিভিআর, আইনক্স ও সিনেপলিসের মতো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যাবে ৯৯ টাকায়, তবে স্পেশ্যাল চেয়ার কিংবা হলে নয়, যেমন IMAX -এ এই অফার পাওয়া যাবে না। কীভাবে বুক করা যাবে টিকিট? অনলাইনে ফোনপে, পেটিএম ও বুক মাই শো থেকে টিকিট বুকিং করা যাবে। তাছাড়াও মাল্টিপ্লেক্সের বুকিং কাউন্টারে ১৩ই অক্টোবর টিকিট বুক করা যাবে।