মন ভেঙে গিয়েছে ৬৩ বছরের অভিনেতা ও প্রযোজক অ্যালেক বল্ডউইনের। দুর্ভাগ্যবশত, তাঁর ভুলের কারণেই বেকায়দায় গুলি ছুটেছিল। শুটিং ফ্লোরে তখন চলছিল হলিউড ছবি ‘রাস্ট’-এর শুটিং। গুলি গিয়ে লাগে সিনেম্যাটোগ্রাফার হেলিনা হাচকিনের শরীরে। তিনি মারা যান। গুরুতর আহত হন পরিচালক জোল সুজ়াও।
এই ঘটনার পর নিজেকে কিছুতেই ক্ষমতা করতে পারছেন না অ্যালেক। বলেছেন, তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি। তাঁদের বিস্তারে জানাবেন কীভাবে ঘটেছিল দুর্ঘটনাটি।
1-
There are no words to convey my shock and sadness regarding the tragic accident that took the life of Halyna Hutchins, a wife, mother and deeply admired colleague of ours. I’m fully cooperating with the police investigation to address how this tragedy occurred and— AlecBaldwin(HABF) (@AlecBaldwin) October 22, 2021
বৃহস্পতিবার দুপুরে নিউ মেক্সিকোয় শুটিং সেটে ঘটনাটি ঘটে। ১৩ বছরের এক ছেলের দাদুর চরিত্রে অভিনয় করছিলেন অ্যালেক। প্রসঙ্গত, তিনিই ছবির প্রযোজক। দুর্ঘটনা ঘটার পর শেরিফের অফিসে বিবৃতি দিয়েছেন অ্যালেক। টুইটারেও লিখেছেন, “শকের কারণে নিজের কথাগুলো ব্যক্ত করতে পারছি না। হেলিনা হাচকিনের জীবনে যা ঘটল, তাতে আমি মর্মাহত। সে একজনের স্ত্রী, সন্তানের মা ও আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী।”
“ওঁর স্বামীর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি ওঁদের পাশে আছি। হেলিনার স্বামী, পুত্র ও তাঁকে যাঁরা ভালবাসতেন, তাঁদের জন্য আমার মন ভেঙে যাচ্ছে।” দ্বিতীয় টুইটে লিখেছেন অ্যালেক।
2- I am in touch with her husband, offering my support to him and his family. My heart is broken for her husband, their son, and all who knew and loved Halyna.
— AlecBaldwin(HABF) (@AlecBaldwin) October 22, 2021
ছবির প্রপ হিসেবে ছিল একটি ফায়ার আর্ম, অর্থাৎ বন্দুক। শুটিংয়ের দৃশ্য চলাকালীন বন্ধুক থেকে গুলি ছোটে। এই ঘটনা ঘটার পর স্যান্টা ফে কাউন্টির শেরিফের অফিসার বলেছেন, “বৃহস্পতিবার ‘রাস্ট’ ছবির সিনেম্যাটোগ্রাফার হেলিনা ও পরিচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের শুটিং চলছিল স্যান্টা ফির মরুভূমিতে।”
হেলিনার বয়স ৪২। গুলি লাগার পর সঙ্গে সঙ্গে বিমানে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউ মেক্সিকোর হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। জানিয়েছেন শেরিফের অফিসার। অন্যদিকে ৪৮ বয়সি জোলকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ক্রাইসটাস সেন্ট ভিনসেন্টের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন: Alec Baldwin: শুটিংয়ে আসল শুট আউট; মৃত সিনেম্যাটোগ্রাফার, আহত পরিচালক; গুলি চালান কে?