Alec Baldwin: শুটিংয়ে আসল শুট আউট; মৃত সিনেম্যাটোগ্রাফার, আহত পরিচালক; গুলি চালান কে?

এই ঘটনায় সাংঘাতিকভাবে ভেঙে পড়েছেন ৬৩ বছরের বল্ডউইন। শেরিফের অফিসের বাইরে তাঁকে কাঁদতে দেখা যায়।

Alec Baldwin: শুটিংয়ে আসল শুট আউট; মৃত সিনেম্যাটোগ্রাফার, আহত পরিচালক; গুলি চালান কে?
অভিনেতা ও পরিচালক অ্যালেক বল্ডউইন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 4:25 PM

‘শুটিং’-এর ছলে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। শুটিংয়ে ছিল আসল পিস্তল। কে জানত নকল ‘বাস্তব’ তৈরি করতে গিয়ে ঘোরতর দুর্ঘটনার সম্মুখীন হবেন সকলে। ছবির নাম ‘রাস্ট’। পরিচালকের নাম জোল সুজ়া। অ্যালেক বল্ডউইনের প্রযোজনায় তাঁরই অভিনীত ছবির শুটিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছবির প্রপ হিসেবে ছিল একটি ফায়ার আর্ম, অর্থাৎ বন্দুক। শুটিংয়ের দৃশ্য চলাকালীন বন্ধুক থেকে গুলি ছোটে। সোজা দিয়ে লাগে সিনেম্যাটোগ্রাফার হেলিনা হাচকিনের শরীরে। কেবল তিনি নন, আহত হয়েছেন পরিচালক জোলও।

এই ঘটনা ঘটার পর স্যান্টা ফে কাউন্টির শেরিফের অফিসার বলেছেন, “বৃহস্পতিবার ‘রাস্ট’ ছবির সিনেম্যাটোগ্রাফার হেলিনা ও পরিচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের শুটিং চলছিল স্যান্টা ফির মরুভূমিতে।”

অ্যালেক বল্ডউইন

হেলিনার বয়স ৪২। গুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে বিমানে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউ মেক্সিকোর হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। জানিয়েছেন শেরিফের অফিসার।

অন্যদিকে ৪৮ বয়সি জোলকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ক্রাইসটাস সেন্ট ভিনসেন্টের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন।

এই মর্মান্তিক দুুর্ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ শুটিং বন্ধ হয়েছে ‘রাস্ট’-এর। বল্ডিউইনের মুখপাত্র জানিয়েছেন, “সেটে অ্যাক্সিডেন্ট হয়। প্রপ হিসেবে আনা বন্ধুক থেকে ভুলভাবে গুলি ছোটে।”

হেলিনার অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র মহলে।  সিনেম্যাটোগ্রাফারদের আন্তর্জাতিক গিল্ড জানিয়েছে, “কীভাবে ঘটনা ঘটল আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা সম্পূর্ণ সত্যতা জানার চেষ্টা করছি। আমরা চাই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক।”

এই ঘটনায় সাংঘাতিকভাবে ভেঙে পড়েছেন ৬৩ বছরের বল্ডউইন। শেরিফের অফিসের বাইরে তাঁকে কাঁদতে দেখা যায়।

আরও পড়ুন: Oscar-Bijoli Cinema: অস্কারে যাবে কোন ভারতীয় ছবি? কলকাতার বিজলী সিনেমা হলে চলছে বাছাই পর্ব