Anandi-Aheeri: “অনেক গানের ভিড়ে ভাল সঙ্গীত প্রভাবিত হচ্ছে”, মত রাঘবের দুই কন্যার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 19, 2021 | 11:22 PM

চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীরা। আনন্দি-আহেরি মনে করেন, বিষয়বস্তু অনেকটাই বেশি। ফলে মানুষ আর বুঝে পাচ্ছেন না, কোনটা ভাল, কোনটা খারাপ। কোনটা বাছাই করবেন, কোনটা ছেড়ে দেবেন। যে কারণে ভাল সঙ্গীত প্রভাবিত হচ্ছে। 

Anandi-Aheeri: অনেক গানের ভিড়ে ভাল সঙ্গীত প্রভাবিত হচ্ছে, মত রাঘবের দুই কন্যার
স্টেজে গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দুই কন্যা আনন্দি ও আহেরি

Follow Us

গত বছর লকডাউনে প্রথম মুক্তি পেয়েছিল তাঁদের গান। গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের দুই কন্যা – আনন্দি এবং আহেরি। গানটি কম্পোজ করেছিলেন আহেরি, গেয়েছিলেন রাঘব ও আনন্দি। এবারের পুজোতেও গান মুক্তি পেয়েছে রাঘব কন্যাদের।

গানটির নাম ‘বৃষ্টি ভেজা বিকেল’। গেয়েছেন আনন্দি। হার্মোনি ও নেপথ্য ভোকালসের দায়িত্ব সামলেছেন আহেরি। গানের কথা পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের। গানের কম্পোজ়ার সৌতির সেন। গিটার বাজিয়েছেন আহেরি। মাক্সিং ও মাস্টারিং করেছেন অর্ক সরকার।

TV9 বাংলাকে আনন্দি-আহেরি দু’জনেই বলেছেন, “গানটার মধ্যে পজিটিভ ভাইব আছে। গাওয়ার সময় দারুণ উপভোগ করেছি আমরা। নিজেদের মতো করে চেষ্টা করেছি গাইতে। খুবই আনন্দ করে কাজটা আমরা করেছি।”

একটা সময় ছিল পুজো সংখ্যা, পুজোর নতুন জামা ও পুজোর গানের জন্য মানুষ অপেক্ষা করতেন। মাঝের কয়েক বছর সেই চল হারিয়ে গিয়েছিল কোথাও। ইদানিং সেই চল আবার ফিরে এসেছে। নতুন সঙ্গীত শিল্পীদের হাত ধরে ফের পুজোর গানের জন্যেও মানুষ অপেক্ষা করতে শুরু করেছেন। এই প্রজন্মের সঙ্গীত শিল্পী হিসেবে বিষয়টি কীভাবে দেখেন আনন্দি ও আহেরি, প্রশ্ন করায় TV9 বাংলাকে তাঁরা উত্তর দেন, “তবুও আমরা বলব নতুন বাংলা গান যেগুলো তৈরি হচ্ছে, সেই চাহিদা মানুষের মধ্যে মরে গিয়েছে। সিনেমার সঙ্গে যখন গান রিলিজ় করছে, সেদিকেই তাকিয়ে আছেন মূলত। আমাদের বলার বক্তব্য একটাই, সিনেমার গানের তুলনায় সিঙ্গলসের প্রতি মানুষের আকর্ষণ অনেকটাই চলে গিয়েছে।”

অর্থাৎ, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীরা। আনন্দি-আহেরি মনে করেন, বিষয়বস্তু অনেকটাই বেশি। ফলে মানুষ আর বুঝে পাচ্ছেন না, কোনটা ভাল, কোনটা খারাপ। কোনটা বাছাই করবেন, কোনটা ছেড়ে দেবেন। যে কারণে ভাল সঙ্গীত প্রভাবিত হচ্ছে।

আরও পড়ুন: Manike Mage Hithe: বলিউডে ডেবিউ করতে চলেছেন ‘মানিকে মাগে হিঠে’-এর গায়িকা ইয়োহানি, গাইছেন বড় তারকার ছবিতে

আরও পড়ুন: Bangladesh: কুমিল্লা দুর্গামণ্ডপ তাণ্ডবের ঘটনায় প্রথমবার মুখ খুললেন জয়া আহসান, কী বললেন তিনি?

আরও পড়ুন: Rashid Khan Death Threat: রশিদজি অত্যন্ত শকে আছেন, এরকম ঘটনা তো ভাল ঘটনা নয়: রশিদ খানের স্ত্রী সোমা