Anushka-Virat: বৃন্দাবনে অনুষ্কা-বিরাটের ভাইরাল ভিডিয়ো; প্রকাশ্যে ভামিকা
Vamika Viral Video: এই ভিডিয়োটি ভাইরাল করেছে বিরাট অনুষ্কার ফ্যান ক্লাবই। তারাই পোস্ট করেছিল ভিডিয়ো।
সম্প্রতি বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন প্রযোজক -অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। তাঁদের সেই ট্রিপে সঙ্গী ছিলেন ছোট্ট ভামিকাও। তারকা যুগলের সেই দু’দিনের বৃন্দাবন ট্রিপের ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বিভিন্ন ফ্যান ক্লাব তাঁদের সেই ভিডিয়ো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার কন্যা ভামিকাকেও। এই বছর দুবাইয়ে গিয়ে নতুন বছর বরণ করেছেন তারকা দম্পতি। শুক্রবারেই তাঁরা ফিরেছেন মুম্বাইয়ে। প্রকাশ্যে এসেছে মুম্বাই এয়ারপোর্টে তাঁদের ছবিও। সেই সব ছবিতে যদিও ভামিকাকে দেখা যাচ্ছে না।
বৃন্দাবনে অনুষ্কা-বিরাট পুজো দিয়েছেন রাধা-মাধবের উদ্দেশে। সেই সময় সাদা পোশাক পরিহিতা ভামিকা মায়ের কোলেই ছিল। প্রতিবারের মতো এবারও মুখ দেখা যাচ্ছিল না ছোট্ট তারকা সন্তানের। খুবই সন্তর্পণে কন্যার মুখ আড়াল করে রেখেছিলেন অনুষ্কা।
কিছুদিন আগেই কলকাতার ইডেন গার্ডেন্সে শুটিং শেষ করেছিলেন অনুষ্কা শর্মা। তাঁরই প্রযোজনায় তৈরি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’। বায়োপিকে ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা নিজে। এই ছবির জন্য নতুন করে ক্রিকেট শিখতে হয়েছে অনুষ্কাকে। বলিউড অন্দর বলছে, এর জন্য স্বামী বিরাট নাকি তাঁকে অনেক টিপস দিয়েছেন। অন্যদিকে ওটিটি প্লাটফর্মে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনায় তৈরি ছবি ‘কালা’। সেই ছবিতে প্রথমবার অভিনয় করলেন ইরফান খানের পুত্র বাবিল খান।
২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে শেষবার স্ক্রিনে ফুটে উঠেছিলেন অনুষ্কা শর্মা। ছবির নাম ছিল ‘জ়িরো’। তারপর থেকেই লাগাতারভাবে ছবি প্রযোজনা করে চলেছেন বলিউডের বাইরে থেকে আসা এই অভিনেত্রী। এবং বলতে বাধা নেই, অনুষ্কা সেই অভিনেত্রী যিনি প্রযোজক হিসেবেও দারুণ সফল।