বিয়ে করলেন প্রাক্তন বিগবস প্রতিযোগী ও একই সঙ্গে গায়িকা আফসানা খান; পাত্র সাজ। সঙ্গীত থেকে বিয়ের অনুষ্ঠান– আয়োজন ছিল জাঁকজমকে পরিপূর্ণ। গান গাইলেন হানি সিং। অতিথি তালিকাও যেন চাঁদের হাট!
আফসানা পরেছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা। আর পাল্লা দিয়ে সাজ পরেছিলেন নীল রঙের শেরওয়ানি। হাজির ছিলেন রেশমি দেশাই, উমর রিয়াজ থেকে শুরু করে হিমাংশী খুরানা, রাখী সাওয়ান্ত, যুবিকা চৌধুরীসহ সেলেবরা। গোটা বলিপাড়া যেন হাজির হয়েছিল আফসানার বিয়েতে। বিগবসে উমর ও রেশমির কেমিস্ট্রি ছিল বেশ চর্চিত। আবারও তাঁদের একসঙ্গে দেখে খুশি ভক্তরা।
বিগত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল আফসানার মেহেন্দি-সঙ্গীতের নানা ছবি। এর আগে সাজকে নিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “আমার সমস্ত খারাপ সময়ে ও আমার পাশে ছিল। আমিও তাই থাকব। এটাই তো আসল ভালবাসা।” অবশেষে এল সেই দিন। এক হলেন তাঁরা। ভালবাসা পেল পরিণতি।
আফসানা খান পঞ্জাবি ছবির দুনিয়ায় বেশ পরিচিত নাম। বেশ কিছু ছবিতে গান গেয়েছেন তিনি। এ ছাড়াও অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। ২০১২ সালে এক রিয়ালিটি শো’তে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই উত্থান তাঁর। বিগবসের ১৫ তম সিজনেও অংশ নিয়েছিলেন তিনি। তাঁকে ঘিরে হয়েছিল নানা বিতর্ক। মাঝপথে শো ছেড়ে বেরিয়ে আসেন তিনি। অবশেষে ফেব্রুয়ারিতে শুরু হল নতুন পথ চলা। ভালবাসায় এক হলেন তাঁরা।
আরও পড়ুন:Tuhina Das: বাবার সঙ্গে টানাপড়েনের গল্প বলবেন তুহিনা, প্রকাশ্যে সম্পর্কের জটিলতা