ভারত সমন্বয়ের দেশ। আর যাবতীয় সংস্কৃতির মধ্যে অন্যতম নতুন সংযোজন র্যাপ। ভারতের বিভিন্ন র্যাপারদের নিয়ে Garena Free Fire-এর তরফ থেকে তাদের প্রমোশনাল ইভেন্ট হিসেবে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ একাধারে অভিনব আর পাশাপাশি প্রশংসারও দাবি রাখে।
ইক্কা (Ikka), ব্রোধা ভি (Brodha V), সিজি (Cizzy), কিডশট (Kidshot) প্রমুখের লেখা থেকে সম্মিলিত এই গান ইতিমধ্যেই গেমার থেকে শুরু করে র্যাপপ্রেমী মানুষদের মধ্যে আলোচনার রশদ হয়ে গিয়েছে। ব্রোধা ভি র্যাপ সঙ্গীতের জগতে একটা বড় নাম। এই প্রোজেক্টে তাঁর এভাবে একাত্ম হয়ে যায় র্যাপ কালচারের মধ্যবর্তী বন্ধুত্ব বা সদ্ভাবকে প্রচণ্ডভাবে প্রচার করতে পেরেছে।
কখনও হিন্দি ভাষায় দিল্লি থেকে নিজের শব্দ ছুঁড়েছেন ইক্কা, কখনও বা তাঁকে টক্কর দিতে চেন্নাই থেকে স্থানীয় ভাষায় র্যাপ করলেন ব্রোধা ভি। এভাবেই বাংলা ভাষাতেও কলকাতার সিজি নিজের কিছু লাইন র্যাপ করলেন।
এই গানের মিউজিক প্রোডিউস ও মাস্টারিং করেছেন Sez on the Beat, সিনেমাটোগ্রাফি করেছেন জয় চারলা (Jay Charola) এবং সমগ্র বিষয়টির প্রযোজনা করেছেন অরুণ তানওয়ার (Arun Tanwar)। গানটি প্রধানত Free Fire গেমের প্রমোশনাল উদ্দেশ্যেই করা হয়েছে।
সমন্বয়ের ক্ষেত্রে গান, সাহিত্য, সিনেমা, নাটক, কাব্য, উপন্যাস এই সবেরই নিদর্শন এর আগে দেখা গিয়েছিল। কিন্তু, র্যাপে এই ধরনের কাজ সাধারণত খুব একটা দেখা যায়নি। এই সমন্বয়ের ব্যাপারে কী জানালেন কলকাতার র্যাপার সিজি? TV9 বাংলার তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, ‘ব্রোধা ভিয়ের সাথে কাজ করতে পেরে ঠিক কতটা ভাল লাগছে?’ উত্তরে সিজি বলেন,”ব্রোধা ভিয়ের কাজ আমি বেশ কিছু বছর ধরেই খেয়ালে রেখেছি। ফিউশনের ক্ষেত্রে ব্রোধা ভি সত্যিই অসাধারণ অবদান রেখেছে।” এই ধরনের কাজে নিজে কতটা উৎসাহী সেই প্রসঙ্গে সিজি বলেন, “র্যাপে এই ধরনের কাজ আগেও হয়েছে কিন্তু তাতে বাংলা ভাষা সেভাবে ছিল না। তাই, স্বাভাবিক ভাবেই এরকম একটা কাজের অংশ হতে পেরে বেশ ভাল লাগছে।”
উল্লেখ্য, আগামী ১৫ অগাস্ট Free Fire-এর তরফ থেকে যে গেমিং ইভেন্ট রাখা হয়েছে তারই অ্যান্থেম হিসেবে ‘বুইয়া ফর ইওর সিটি’ (Booyah For Your City) গানটি তৈরি করা হয়েছে।