সুখবর। মা হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার কার্ডি বি। রবিবার এক অ্যাওয়ার্ড শো’তেই ফাঁস হল সেই খবর। ফাঁস করলেন তিনি নিজেই। এতদিন সযত্নে নিজের এই খুশির খবরকে আড়ালে রেখে অবশেষে বেবিবাম্প নিয়েই হাজির হয়ে গেলেন সেই শো’র মঞ্চে।
স্বামী অফসেটের সঙ্গে রবিবার রাতে এক পারফর্মেন্সের অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই সাদা পোশাকে তাঁর স্পষ্ট বেবিবাম্প দেখে অবাক হয়ে যান কার্ডির অনুরাগীরা। যদিও পরমুহূর্তেই প্রিয় তারকার এই আনন্দের খবর সামিল হন তাঁরাও। অনুষ্ঠানের ঘোষক তারাজি পি-কে বলতে শোনা যায়, “কার্ডি এবং অফসেট আমার নতুন জীবন দিচ্ছে, লিটারেলি…।” ওই মঞ্চে খবর জানাজানি হতেই নিজের ইনস্টাগ্রামেও মাতৃত্বকালীন ফোটোশুটের ছবি শেয়ার করেন কার্ডি। কমেন্ট সেকশন ভেসে যায় শুভেচ্ছা বার্তায়।
আরও পড়ুন-Kal Ho Naa Ho: ছোট্ট ‘শিব’ কে মনে আছে? করেছেন বিয়ে, অভিনয় ছেড়ে তিনি এখন…
তাঁর আরও এক কন্যা সন্তান রয়েছে। বয়স তিন বছর। রেকর্ড বলছে, লাইভ শো’তেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিতে বেশি পছন্দ করেন কার্ডি বি। এর আগে মেয়ে জন্ম নেওয়ার সময়ও এক লাইভে তিনি জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। এ বারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।