Charu-Rajeev: বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের মধ্যেই একরত্তি মেয়ে জ়িয়ানা ডেঙ্গিতে আক্রান্ত, হাসপাতালে লড়াই করছে সুস্মিতা সেনের ভাইঝি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 21, 2022 | 9:43 PM

Sushmita Sen: রাজীব ও চারুর ফের ছাড়াছাড়ি চলছে। বিলওয়ারায় মায়ের কাছে ছিল জ়িয়ানা। সেখানেই সে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে।

Charu-Rajeev: বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের মধ্যেই একরত্তি মেয়ে জ়িয়ানা ডেঙ্গিতে আক্রান্ত, হাসপাতালে লড়াই করছে সুস্মিতা সেনের ভাইঝি

Follow Us

সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও তাঁর স্ত্রী চারু আসোপার বিয়ে ভাঙা নিয়ে অনেক আলোচনা হয়েছে বিগত কয়েক মাসে। এই বছরেই জুলাই-অগস্ট মাস নাগাদ জানা গিয়েছিল, আইনি পথে হেঁটে সম্পর্ক এক্কেবারে ছিন্ন করে দিতে চলেছেন দু’জনে। কিন্তু এ বছরের গণেশ চতুর্থীতে চারু এবং রাজীব ঘোষণা করেন তাঁরা ছাড়াছাড়ি করছেন না। এর কারণ নাকি তাঁদের একরত্তি কন্যা জ়িয়ানা। সন্তানের জন্যই বাবা-মায়ের মধ্য়ে মিল হয়েছে বলে জানিয়েছিলেন দম্পতি। সন্তানের আনন্দকেই প্রাধান্য দিয়ে সম্পর্ককে নতুন সুযোগ দিতে চেয়েছিলেন চারু-রাজীব। জ়িয়ানার এখনও এক বছর বয়স হয়নি। ২০২২ সালের নভেম্বরে এক বছর পূর্ণ হবে তারও।

তবে এত কিছুর পরও জানা গিয়েছে চারু নাকি এই মুহূর্তে আছেন বিলওয়ারার বাড়িতে। তিনি রাজীবকে আনফলো করেছেন সোশ্যাল মিডিয়ায়। রাজীব নাকি চলে গিয়েছেন দিল্লিতে। তিনিও নাকি চারুকে ব্লক করেছেন।

চারু জানিয়েছেন, তিনি নাকি সম্পর্ক ও বিয়ে দুই-ই বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কিছুই ঠিক মতো এগোচ্ছে না। ফলে এই বিচ্ছেদ। অন্যদিকে ছোট্ট মেয়ে জ়িয়ানা ডেঙ্গিতে আক্রান্ত। সে ছিল মায়ের কাছে। তাকে বিলওয়ারার একটি হাসপাতালে ভর্তি করেছেন চারু।

একমাত্র সন্তানের অসুস্থতার খবর শুনে দিল্লি থেকে বিলওয়ারায় ছুট্টে চলে এসেছেন রাজীব। মেয়ের সঙ্গে একটি ছবিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন সুস্মিতার ভাই।

সেই ছবির নীচে ক্যাপশনে রাজীব লিখেছেন, “রাজস্থানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল আমার মেয়ে জ়িয়ানা। কিন্তু আমার রাজকন্যা লড়াই করছে সাহসের সঙ্গে। ওর শারীরিক স্বাস্থ্য প্রতিমুহূর্তে ভাল হচ্ছে। ও একজন যোদ্ধা। এত কষ্টের মধ্যেও কিন্তু হাসতে ভোলেনি আমার মেয়েটা। ড্যাডি তোমাকে ভালবাসে সোনা।”

Next Article