ইমন চক্রবর্তী, গায়িকা বরাবরই শ্রোতাদের মন জয় করে এসেছেন একের পর এক গান উপহার দিয়ে। ইমনের অধিকাংশ গানই শ্রোতাদের মন কেড়েছে। ফলে বিভিন্ন মহল থেকে মাঝে মধ্যেই ডাক পেয়ে থাকেন তিনি। কখনও কনসার্ট, কখনও আবার পাড়ার অনুষ্ঠান, বিশেষ করে শীত পড়লেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা বাড়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব মাঝেই ডাক পড়ে সেলেবদের। তেমনই এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এবার প্রেমপত্র পেলেন ইমন। বিবাহিতা গায়িকাকে মন উজার করে ভালবাসায় ভরিয়ে দিলেন কে? সে উত্তর খোদ ইমনেরও জানা নেই। তবে সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে এক অদ্ভুত মিল পেলেন ইমন, টেলিপ্যাথিও বলা যেতে পারে। ইমনের মনের ইচ্ছে কীভাবে যেন জেনে ফেললেন তিনি? ভাবছেন তো কী সেই ইচ্ছে? কীসের প্রেমপত্র?
সম্প্রতি এক বইমেলাতে অংশ গ্রহণ করতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেখান থেকে ফেরার পথেই গাড়িতে বসে হাতে একটি চিঠি নিয়ে ভিডিয়ো বানালেন গায়িকা। ক্যামেরার সামনেই খুললেন চিঠি। সবার আগে তিনি যা দেখে মুগ্ধ তা হল, চিঠিটা হাতে তৈরি। ভিডিয়োটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন– ”অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসার জন্য. আমি জানিনা আপনার নাম কি ? বা আপনি কে ! কিন্তু এইটুকু বুঝতে অসুবিধে হলোনা যে আপনি আমায় ভালোবাসেন. তবে শেষে এইটুকু জানুন , আমিও আপনাকে ভালোবাসা পাঠালাম আমার এই পোস্টের মাধ্যমে, কালনা বইমেলায় আজ …”
ইমনের কথায়, তিনি নাকি সেদিন সন্ধ্যায় তাঁর টিমকে বলছিলেন, এখন হাতে আঁকা কার্ড দেওয়ার চল প্রায় নেই বললেই চলে। এমনই সময় সুন্দর করে হাতে আঁকা একটি কার্ড হাতে পান তিনি, যেখানে প্রেম উজার করে দিয়েছেন গায়িকার ভক্ত। কার্ডটি খুলে তা সকলকে পড়ে শোনালেন তিনি। গ্রহণ করলেন ভক্তের ভালবাসা। পাশাপাশি জানালেন, তিনি এই কার্ডটি পেয়ে ভীষণ খুশি। সারা জীবন আগলে রাখবেন কার্ডটি। তবে কে এই কার্ডটা পাঠিয়েছেন, তা জানতে পারলেন না, কারণ ‘ইতি’ স্থানে লেখা ছিল শুভাকাঙ্খী। তবে তিনি ইমনের গোপন প্রেমিক না প্রেমিকা, প্রবীণ-নবীন ভক্ত, তা খোদ গায়িকাও বুঝতে পারলেন না। ফলে এই ব্যক্তির পরিচয় অজানাই থেকে গেল।