বহুদিনের ইচ্ছেপূরণ করলেন ইমন, অবশেষে এল কোন সুযোগ?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 13, 2021 | 5:45 PM

Iman Chakraborty: আগামী ১৫ অগস্ট উপলক্ষ্যে সেই গান ‘ও আমার দেশের মাটি’ রেকর্ড করেছেন গায়িকা। শুক্রবার তা মুক্তি পেল ইউটিউবে।

বহুদিনের ইচ্ছেপূরণ করলেন ইমন, অবশেষে এল কোন সুযোগ?
ইমন চক্রবর্তী। ছবি: ইমনের ফেসবুক পেজ থেকে গৃহীত।

Follow Us

রবীন্দ্রনাথ তাঁর কাছে প্রাণের আরাম। মঞ্চ হোক বা ঘরোয়া আড্ডা রবীন্দ্রসঙ্গীত তাঁর তালিকাতে থাকবেই। তিনি অর্থাৎ জাতীয় পুরস্কার জয়ী শিল্পী ইমন চক্রবর্তী। রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের একটি গান বহুবার গেয়েছেন ইমন। কিন্তু রেকর্ড করা হয়নি। আগামী ১৫ অগস্ট উপলক্ষ্যে সেই গান ‘ও আমার দেশের মাটি’ রেকর্ড করেছেন গায়িকা। শুক্রবার তা মুক্তি পেল ইউটিউবে।

এ প্রসঙ্গে ইমন বললেন, “ও আমার দেশের মাটি স্বদেশ পর্যায়ের গান। মঞ্চে গাই। কিন্তু আগে কখনও রেকর্ড করার সুযোগ হয়নি। ইচ্ছে ছিল বহুদিনের। অবশেষে সেটার সুযোগ হয়েছে। ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে আজ মুক্তি পেল ও আমার দেশের মাটি। এই মুহূর্তে নিজেদের কাজ নিজেদেরকেই জেনারেট করতে হচ্ছে। সে কারণেই দর্শক, শ্রোতার কাছ থেকে এই সমর্থনটুকু চাই।”

এই গানটির অ্যারেঞ্জমেন্ট করেছেন অয়ন মুখোপাধ্যায়। মিক্স মাস্টারিং করেছেন নীলাঞ্জন ঘোষ। ভিডিয়ো করেছেন দেবর্ষি এবং টিম। ইমন চক্রবর্তী প্রোডাকশনের অন্যতম দুই সদস্য মুন এবং গৌরব সহযোগিতা করেছেন বলে জানালেন ইমন। তাঁর কথায়, “নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা। নতুনরা আসছেন। আমার গান যেমন মুক্তি পাবে, তেমনই নতুনদের গানও মুক্তি পাবে আমাদের ইউটিউব চ্যানেলে।”

দিন কয়েক আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সুরারোপ করে প্রথম কাজ করলেন ইমন। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় সুর দিয়ে তৈরি সেই অন্য রকম কম্পোজিশন শ্রোতার পছন্দ হয়েছে। নতুন এই গানের প্রসঙ্গে ইমন আগেই বলেছিলেন, “একটা ইউনিক কম্পোজিশন গাইলাম। পিন্টুদা, পিন্টু ঘটক অত্যন্ত গুণী মিউজিশিয়ান। আমাকে একদিন ফোন করে বললেন, অগ্নিভ একটা কম্পোজিশন ভেবেছে তোর জন্য। আমি তো প্রথমে শুনে ভেবেছিলাম, রবীন্দ্রনাথের কবিতাতে সুর, কী ভাবে পারব আমি জানি না। তারপর তো ভাল কাজ হয়েছে। এটা টিমওয়ার্ক। গৌতমদা রেকর্ড করেছেন। মিল্টনদা ভিডিয়োগ্রাফিতে রয়েছেন।”

এই অন্য রকম কাজের নেপথ্যে কোন ভাবনা কাজ করেছিল? সে প্রসঙ্গে অগ্নিভ বলেছিলেন, “রবীন্দ্রনাথের লেখার ইন্টারপ্রিটেশন নানা ভাবে করা যায়। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার খুব পছন্দের কবিতা। সেটা মিউজিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ক্লাসিক্যাল গানকে এ ভাবে জাস্টিস করা পিন্টুদার পক্ষেই সম্ভব। এই কম্পোজিশনের জন্য ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপর দখল আছে, এমন দরাজ গলার প্রয়োজন ছিল। ইমনকে সেই কারণেই ভেবেছিলাম। আশা করছি যে কাজটা করেছি, সকলের ভাল লাগবে।”

ফের রবীন্দ্রনাথের কাছেই ফিরলেন ইমন। যে কোনও অনুষ্ঠান, যে কোনও ইমোশন রবীন্দ্রনাথের লেখায়, গানে যত ভাল ভাবে প্রকাশ করা যায়, তা সম্ভবত আর কোনও ভাবে সম্ভব নয়। সে কারণেই রবীন্দ্রনাথই যেন অন্তিম আশ্রয়।

আরও পড়ুন, নির্মম পৃথিবীর সঙ্গে লড়তে গেলে নির্মম হতে হবে: সৌরভ দাশ

Next Article