Kantara: দক্ষিণী ছবির হিন্দি রিমেক নাপসন্দ ‘কান্তারা’র পরিচালক ঋষভ শেট্টির; কারণ হিসেবে কী জানালেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 31, 2022 | 11:06 AM

Rishab Shetty: ভারতীয় সংস্কৃতিকে আধার করেই পথ চলতে শুরু করেছে 'কান্তারা'। মুক্তির অল্পদিনের মধ্যেই এই দক্ষিণ ভারতীয় ছবির জয়জয়কার হতে শুরু করেছে সর্বত্র।

Kantara: দক্ষিণী ছবির হিন্দি রিমেক নাপসন্দ কান্তারার পরিচালক ঋষভ শেট্টির; কারণ হিসেবে কী জানালেন তিনি?
কারণ একটাই, ছবি ইতিমধ্যেই আয় করেছেন ৪০৬ কোটি টাকা। তবে জনপ্রিয় এই ছবির পরিচালক ও অভিনেতা ঋষভ নিলেন আয়ের ১০০গুন কম পারিশ্রমিক।

Follow Us

ঠিক যেমন টলিউড ছবি ‘দোস্তজি’, বাংলাদেশের ছবি ‘হাওয়া’র নাম মানুষের মুখে-মুখে ঘুরছে, ঠিক তেমনই কন্নড় ছবি ‘কান্তারা’ সম্পর্কে অল্পবিস্তর সকলেই জেনে গিয়েছেন। ছবির পরিচালক এবং লেখকের নাম ঋষভ শেট্টি। ভারতীয় সংস্কৃতিকে আধার করেই পথ চলতে শুরু করেছে ‘কান্তারা’। মুক্তির অল্পদিনের মধ্যেই এই দক্ষিণ ভারতীয় ছবির জয়জয়কার হতে শুরু করেছে সর্বত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন পরিচালক। কন্নড় ছবির হিন্দি রিমেক প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। দেখুন তিনি কী জবাব দিয়েছেন পরিচালক।

কন্নড় কিংবা দক্ষিণ ছবির হিন্দি রিমেকের বিষয়টি একেবারেই পছন্দ নয় ঋষভের। প্রশ্ন শোনা মাত্রই তিনি তা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “‘কান্তারা’র মতো ছবিকে রিমেক করতে গেলে প্রথমেই সেই ছবির আঞ্চলিকতাকে বুঝতে হবে”। সেটা হিন্দি ছবির পক্ষে বোঝা একেবারেই সম্ভব নয় বলেই নিশ্চিত করে জানিয়েছেন ঋষভ। ‘কান্তারা’কে তিনি প্যান-ইন্ডিয়া ছবি বলতেও নারাজ। সঙ্গে এও বলেছেন, “হিন্দি ছবির জগতে বহু দক্ষ তারকা আছেন, তাঁদের কাজ আমি অত্যন্ত পছন্দ করি।”

সম্প্রতি ‘কান্তারা’র সাফল্যের পর মুম্বইয়ের সিদ্ধিবিনায়কের মন্দির দর্শন করতে গিয়েছিলেন ঋষভ। ভগবান গণেশের বিরাট মন্দির সেটি। ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন পরিচালক। সম্প্রতি ঋষভের সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বর্তমানে বলিউডের বেশকিছু বড় বাজেট ও বহু প্রতিক্ষিত ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। অন্যদিকে দক্ষিণ ভারতের সর্বভারতীয় ছবি মাথা চাড়া দিয়েছে। কিছু আঞ্চলিক ছবিও মন ছুঁয়েছে দর্শকের। ঋষভ বলেছেন, “প্রত্যেক ইন্ডাস্ট্রিরই চড়াই-উৎরাই আছে। বেড়াজালের বিত্তিতে দর্শক আর পার্থক্য করছেন না। ভারতীয় ছবি হিসেবেই গ্রহণ করে নিয়েছেন সব ধরনের সিনেমাকে। ‘কান্তারা’ একটি কন্নড় ছবি এবং সেটি ভারতীয় সিনেমার অংশ।”

Next Article