Lata Mangeshkar: দীর্ঘ তিন সপ্তাহ যুদ্ধের পর করোনামুক্ত হলেন লতা, স্বস্তি ফিরল পরিবারে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 30, 2022 | 8:23 PM

গত ১১ জানুয়ারি আচমকাই লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় তিনি কোভিডে আক্রান্ত। রয়েছে নিউমোনিয়াও।

Lata Mangeshkar: দীর্ঘ তিন সপ্তাহ যুদ্ধের পর করোনামুক্ত হলেন লতা, স্বস্তি ফিরল পরিবারে
পরিবারে কিছুটা হলেও স্বস্তির ছায়া।

Follow Us

বিগত তিন সপ্তাহ কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছে লতা মঙ্গেশকরের পরিবার। অবশেষে পরিবারে কিছুটা হলেও স্বস্তির ছায়া। টানা ২২ দিন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে একটানা যুদ্ধের পর অবশেষে করোনামুক্ত হলেন সুরসম্রাজ্ঞী। রবিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

লতার তত্ত্বাবধানে রয়েছেন চিকিৎসক প্রতীত সমধানী। তাঁর প্রসঙ্গ টেনে এনেই এদিন সংবাদ সংস্থা এএনআইকে রাজেশ বলেন, “আমার প্রতীতের সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে থাকে। রয়েছেন সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তাঁর।”গত ১১ জানুয়ারি আচমকাই লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় তিনি কোভিডে আক্রান্ত। রয়েছে নিউমোনিয়াও। হাসপাতাল সূত্রে জানা যায়, ১১ তারিখ নয় তিনি ভর্তি হয়েছেন তারও দিন তিনেক আগে। চিন্তায় পড়ে যান ভক্তমহল। লতাকে নিয়ে রটে নানা ভুয়ো খবরও। এর পরেই তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাঁকে নিয়ে কোনও মিথ্যে সংবাদ যাতে পরিবেশিত না হয়।

২০১৯ সালের ঘটনা। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। যমে মানুষে টানাটানি হয়েছিল সেসময়। কিন্তু ফাইটারের মতো ফেরত এসেছিলেন লতা। এবারেও তিনি ফিরে আসবেন, এই আশাতেই প্রার্থনা জানাচ্ছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত।