Kiara-Sid Wedding: কেমন দেখতে সিড-কিয়ারার বিয়ের কার্ড ? রইল ভাইরাল ছবি

Kiara-Sid Wedding: কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের।

Kiara-Sid Wedding: কেমন দেখতে সিড-কিয়ারার বিয়ের কার্ড ? রইল ভাইরাল ছবি
বিয়ের পি্ঁড়িতে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 12:41 PM

বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। আপাতত সিডের দিল্লির বাড়িতেই রয়েছেন কিয়ারা। গতকাল অর্থাৎ ৯ তারিখ ছিল রিসেপশন। এরই মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হল এক ছবি। বিয়েতে ও বৌভাতে আগত অতিথিদের জন্য যে কার্ড বানিয়েছিলেন তাঁরা, তাই এখন ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। ছিমছাম কার্ড, তবে কার্ডের রঙের সঙ্গে মিল ছিল সিড-কিয়ারার পোশাকে। কার্ডে লেখা, “আমাদের বিয়ের দিনে এত খুশি এনে দেওয়ার জন্য ধন্যবাদ। এত ভাল বন্ধু ও পরিবার পেয়ে আমরা সত্যিই ভীষণ ভাগ্যবান। আমাদের বিশেষ দিন স্মরণীয় করে রাখতে যারা এতদূর থেকে এসেছেন তাঁদের প্রত্যেককে অনেক ভালবাসা। দয়া করে পান করুন, নাচুন ও বিবাহিত দম্পতি হিসেবে আমাদের প্রথম রাতে তৈরি করুন সুন্দর সব স্মৃতি, যা সারাজীবন সঙ্গে রয়ে যাবে। ভালবাসাসহ কিয়ারা ও সিড।” এত ভাল অভ্যর্থনা, এত সুন্দর আয়োজন, অতিথিরাও কি না এসে পারেন? তাই সিড-কিয়ারা বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেক চেনা মুখ। এঁদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর, ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা থেকে শুরু করে জুহি চাওলাসহ অনেকেই। ধুমধাম করেই মিটেছে বিয়ের অনুষ্ঠান। খুব শীঘ্রই মুম্বই ফিরবেন তাঁরা। আগামী ১২ তারিখ ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য এক রিসেপশনের আয়োজন করেছেন সিড-কিয়ারা।

কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।