Manoj Muntashir: “‘তেরি মিট্টি’ যদি চুরি করা গান হয়, আমি গান লেখাই ছেড়ে দেব”: মনোজ মুন্তাশির
কেবল 'তেরি মিট্টি' নয়, মুন্তাশিরের আরও বেশ কিছু গানের বিরুদ্ধেই আছে নকল করার অভিযোগ।
নেতিবাচক কারণে শিরোনাম তৈরি করছে ‘কেশরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানটি। গানের বিরুদ্ধে এসেছে চুরির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় কিছু শ্রোতা বলছেন, গানটি নাকি চুরি করা হয়েছে পাকিস্তানের একটি গান থেকে। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত পাকিস্তানের একটি গানের সঙ্গে নাকি মিল আছে ‘তেরি মিট্টি’র। এই অভিযোগের পর প্রথমবার মুখ খুললেন গানের গীতিকার মনোজ মুন্তাশির।
কেবল ‘তেরি মিট্টি’ নয়, মুন্তাশিরের আরও বেশ কিছু গানের বিরুদ্ধেই আছে নকল করার অভিযোগ। সেই তালিকায় আছে কবিতাও। সবটাই নাকি অন্যের থেকে চুরি করেছেন মুন্তাশির। এ সবের বিরুদ্ধে এবার মুখ খুললেন গীতিকার। জানালেন কেন তাঁকেই বার বার ‘টার্গেট’ করা হচ্ছে?
মনোজ মুন্তাশির বলেছেন, “যাঁরা অভিযোগ করছেন, আগে ভিডিয়োটি ভাল করে দেখুুন। যে ভিডিয়ো দেখে এই অভিযোগ, সেটি আপলোড হয়েছে অনেক পরে। তার অনেক আগে ‘কেশরি’ ছবিটি মুক্তি পেয়েছে। যে গায়ক গানটি গেয়েছেন তিনি পাকিস্তানি নন। তিনি ভারতীয় ফোক গায়ক গীতা রবারি। তাঁর সঙ্গেও আপনারা দয়া করে যোগাযোগ করে নিন। জেনে নিন সত্যিটা কী।”
গানের চুরি হয় অহরহ। সে বিষয়ে খোলাখুলি কথা বলেন মুন্তাশির। বলেন, “আমাকে মিছিমিছি আক্রমণ করা হচ্ছে। আমি মুগলদের নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছিলাম। সেখানে তাঁদের নিয়ে কড়া কথাও বলেছিলাম। তাঁদের ডাকাত বলেও সম্বোধন করেছিলাম।”
আরও চরম কথা বলেন মুন্তাশির। বলেন, “যদি প্রমাণিত হয় আমার ‘তেরি মিট্টি’ চুরি করা গান, আমি গান লেখাই ছেড়ে দেব।”
আরও পড়ুন: Priyanka Chopra: গাড়ির মধ্যে কোন কাজটি করেননি প্রিয়াঙ্কা? শুটিংয়ের ফাঁকে সারলেন সেই কাজই