ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার, মাত্র ৩৫ বছরেই প্রয়াত অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 09, 2021 | 11:17 PM

টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। মান্থারকোডি, সীতা, হরিচন্দ্রমসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের কাজ করেছিলেন তিনি।

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার, মাত্র ৩৫ বছরেই প্রয়াত অভিনেত্রী
প্রয়াত অভিনেত্রী

Follow Us

ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধে অবশেষে পরাজয়। প্রয়াত হলেন মালায়ালাম অভিনেত্রী সারন্যা শশী। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। হাসপাতাল সূত্রে খবর, কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি, যদিও সপ্তাহ খানেক আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

তবে বাড়ি ফিরে আবারও শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রী। হুহু করে কমতে শুরু করে দেহের সোডিয়ামের মাত্রা। তাঁকে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে আবারও ভর্তি করা হলেও এ বার আর শেষরক্ষা হয়নি। সোমবার দুপুরে প্রয়াত হন তিনি। ২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। তখন থেকে দীর্ঘ ৯ বছর মোট ১১টি অস্ত্রোপচার হয় তাঁর। ফুরিয়ে এসেছিল পুঁজিও। ইন্ডাস্ট্রির সহকর্মীদের থেকে সাহায্যের আবেদনও করেছিলেন তিনি। এগিয়েও এসেছিলেন অনেকেই। অবশেষে দীর্ঘ লড়াইয়ে ছেদ পড়ল।

টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। মান্থারকোডি, সীতা, হরিচন্দ্রমসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের কাজ করেছিলেন তিনি। এ ছাড়াও ছোট্টা মুম্বই, বম্বে, থালাপাভুসহ বেশ কিছু আঞ্চলিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অকাল প্রয়াণে পরিবারে শোকের ছায়া।

আরও পড়ুন-অবশেষে ফাঁস! সইফ-করিনা দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন জাহাঙ্গীর

Next Article