Director’s Death: প্রথম ছবির মুক্তি ছিল সামনেই, তার আগেই মর্মান্তিক মৃত্যু তরুণ পরিচালকের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 27, 2023 | 10:05 AM

Manu James: বড় সাধ ছিল প্রথম ছবি মুক্তি পাবে, সেই ছবি প্রেক্ষাগৃহে বসে দেখবেন সকলের সঙ্গে। ভাগ করে নেবেন সকল আলোচনা-সমালোচনা। কিন্তু তা আর হল না।

Directors Death: প্রথম ছবির মুক্তি ছিল সামনেই, তার আগেই মর্মান্তিক মৃত্যু তরুণ পরিচালকের
মর্মান্তিক মৃত্যু তরুণ পরিচালকের

Follow Us

বড় সাধ ছিল প্রথম ছবি মুক্তি পাবে, সেই ছবি প্রেক্ষাগৃহে বসে দেখবেন সকলের সঙ্গে। ভাগ করে নেবেন সকল আলোচনা-সমালোচনা। কিন্তু তা আর হল না। ছবি মুক্তির আগেই মৃত্যু ঘটল তরুণ পরিচালক মনু জেমসের। গতকাল অর্থাৎ রবিবার রাতে কেরলের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া হয়েছিল। এমনকি আক্রান্ত হয়েছিলেন হেপাটাইটিসেও। তাঁকে সুস্থ করার জন্য হাজার চেষ্টা চালালেও আর ঘরে ফেরা হল না পরিচালকের। তাঁর মৃত্যুতে মালায়ালাম ছবির দুনিয়ায় নেমে এসেছে শোকের কালো ছায়া।

তাঁর প্রথম ছবির নাম ‘ন্যান্সি রানি’। অভিনয়ে অহনা কৃষ্ণা ও অর্জুন অশোকান। আর কিছুদিনের মধ্যেই ওই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু প্রথম ছবি মুক্তি আর দেখা হল না মনুর। তাঁর মৃত্যুতে নায়িকা অহনার মর্মাহত। তিনি লেখেন, “রেস্ট ইন পিস মনু। তোমার সঙ্গে এরকম হওয়া মোটেও কাম্য নয়।” শোকপ্রকাশ করেছেন তাঁর সতীর্থরাও। তাঁর এত তাড়াতাড়ি মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।

শো-বিজের সঙ্গে মনুর আলাপ ছোটবেলায়। তবে পরিচালক হিসেবে নয়, শিশু অভিনেতা হিসেবে কাজ শুরু করেন তিনি। পরিচালক সাবু জেমসের ছবি ‘আই অ্যাম কিউরিয়াস’-এ তাঁকে দেখা গিয়েছিল। ২০০৪ সালে ওই ছবি মুক্তি পায়। এর পর বহু কন্নড়, মালায়ালাম এমনকি হিন্দি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ইচ্ছে ছিল নিজের ছবি বানাবেন, বানিয়েওছিলেন। কিন্তু তাঁর যে এমন পরিণতি হতে পারে কেউ ভাবতেই পারেননি।

Next Article