জীবনটা রাতারাতি বদলে গিয়েছে পঞ্জাবের বছর ২১-এর মেয়েটির। বিশ্বজুড়ে আজ তাঁকে চেনেন সবাই। মিস ইউনিভার্সের খেতাব জেতার হারনাজ সাধুর পরবর্তী লক্ষ্য বলিউড। আগের দুই মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও লারা দত্তের পথেই তিনি হাঁটতে চান। পছন্দের অভিনেতাও রয়েছে তাঁর। রয়েছে পছন্দের পরিচালক।
দেশে ফিরে সংবাদমাধ্যমের কাছে মনের কথা নিজেই জানিয়েছেন তিনি। জানিয়েছেন তাঁর স্বপ্নের নায়ক আর কেউ নন, কিং খান। শাহরুখের বিপরীতেই নিজেকে দেখতে চান তিনি। হারনাজের কথায়, “ওঁর জন্য অনেক শ্রদ্ধা আর ভালবাসা রয়েছে আমার মনে। যে পরিমাণ পরিশ্রম তিনি এখনও করে যাচ্ছেন তা কখনই ভাষায় প্রকাশ করা যাবে বলে আমার মনে হয় না। কিন্তু দেখুন সব সময় ওঁর পা কিন্তু মাটিতেই রয়েছে। আর সেই কারণেই সাফল্যকে ধরে রাখতে পেরেছেন শাহরুখ খান।”
পরিচালক হিসেবে হারনাজের পছন্দ ‘পদ্মাবত’, ‘দেবদাস’ খ্যাত সঞ্জয় লীলা বনশালী। তাঁর সঙ্গেই ভবিষ্যতে কাজ করার আগাম ইচ্ছের কথা জানিয়ে রেখেছেন তিনি। সঞ্জয়কে নিয়ে তাঁর বক্তব্য, “ওঁর কাজের ধরণ, কাজ, এবং কাজের যে গভীরতা রয়েছে তা আমাকে বারেবারেই মুগ্ধ করে।” কবে আসবেন তিনি শো-বিজে? হারনাজ জানান বলিউডে পা রাখা তাঁর স্বপ্ন। সুযোগ পেলেই সেই পথে পা বাড়াবেন তিনি। বিগত পাঁচ বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছেন। মডেলিংয়ের পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে পঞ্জাবি ছবিতেও।
পঞ্জাবের চন্ডীগড়ে জন্ম তাঁর। পড়েছেন শিবালিক পাবলিক স্কুলে। জনসংযোগ নিয়ে মাস্টার্স করেছেন। হবি সাঁতার কাটা, ঘোড়ায় চড়া আর নাচ। এর আগেও মিস চন্ডীগড় হয়েছেন তিনি। ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাবও জুটেছে তাঁর। মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম থেকেই তিনি ছিলেন নজরে। তবে ফাইনাল স্পিচের বাজিমাত করেন হারনাজ। হারনাজ বলেনম “এই সময় যুবরা যে সমস্যার মুখে পড়েছে তা হন নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ কর। তার চেয়ে বরং বিশ্বব্যাপী কী হচ্ছে তা নিয়ে কথা বল। তুমি নিজেই তোমার আওয়াজ। আমি নিজেকে বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আজ এই মঞ্চে আমি দাঁড়িয়ে রয়েছি।” ২১ বছর পর তাঁর হাত ধরেই আবারও বিশ্ব জয় করেছে ভারত। তাঁর বলিউডের স্বপ্নপূরণ আর অধরা নয়।