Good News: বিয়ের চারমাস পর যমজ সন্তান জন্ম দিলেন নয়নতারা ও বিগনেশ

Nayanthara: তাঁদের কাঁধে এখন একাধিক দায়িত্ব। দুজনেই ভীষণভাবে প্রতিষ্ঠিত। যার ফলে সেলেবমহলে তাঁদের নিয়ে চর্চা থাকে তুঙ্গে। এবার এই খবর সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে পলকে।

Good News: বিয়ের চারমাস পর যমজ সন্তান জন্ম দিলেন নয়নতারা ও বিগনেশ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2022 | 8:08 PM

দীর্ঘ ছয় বছর ধরে প্রেম। দক্ষিণী স্টার নয়নতারা (Nayanthara) ও ভিগনেশ (Vignesh) একে অন্যকে মন দিয়েছিলেন প্রথম কর্মসূত্রেই। দক্ষিণী সিনেদুনিয়ায় (South Jodi) দাপটের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে নয়নতারাকে। তবে বিয়ে করেছেন তাঁরা মাত্র চার মাসয অন্তঃসত্ত্বা হয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন নয়নতারা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খান। সকলেই তাঁদের আশীর্বাদ করেছিলেন বিশেষ দিনে। এরপরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়ে পড়ে সর্বত্র। রবিবার সেই সেলেবই জন্ম দিলেন যমজ সন্তানের। দুই ছেলের জন্মের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন জুটি। ভিগনেশ লিখলেন, আমি ও নয়ন মা ও বাবা হলাম, পরিবারে স্বাগত জানালাম দুই যমজ সন্তানকে। সকলের ভালবাসা ও আশীর্বাদ কামনা করি।

নয়ন ও ভিগনেশ দুজনেই দুই সন্তানের পায়ে চুম্বন করে ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। সকলেই এক কথায় শুভেচ্ছা জানান এই জুটিকে। প্রথম ভিগনেশই দুই সন্তানের ছবি শেয়ার করেন। যদিও অনেকেই তাঁদের সন্তান হওয়ার খবরে চমকে যান। কারণ নয়নতারাকে কোনও দিনই বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দেখা যায়নি। বিয়ের সময়ও সেভাবে বোঝা যায়নি। ফলে অনেকেই বেজায় অবাক এই খবরে।

তাঁদের কাঁধে এখন একাধিক দায়িত্ব। দুজনেই ভীষণভাবে প্রতিষ্ঠিত। যার ফলে সেলেবমহলে তাঁদের নিয়ে চর্চা থাকে তুঙ্গে। এবার এই খবর সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে পলকে। বর্তমানে নয়নতারা শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। জাওয়ান ছবির মধ্যে দিয়ে হবে নয়নতারার বলিউডে অভিষেক। শাহরুখ খানের বিপরীতে তিনি অভিনয় করছেন, ফলে কেরিয়ারে এটি তাঁর জন্য আরও এক বড় মাইলেজ বলেই জানিয়েছিলেন তিনি। শীঘ্রই ফিরবেন তিনি শুটিং-এর কাজে। এখন বেশকিছুটা বিরতীতে রয়েছেন নয়নতারা।