Gangubai Kathiawadi: ‘গাঙ্গুবাই’ দেখার জন্য অভিনব কাণ্ড ঘটালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 24, 2022 | 9:59 PM

Gangubai Kathiawadi: প্রায় এক মাস হতে চলল গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তির। তবে রেশ এখনও ফিকে হয়নি ছবিটির। এবার ছবিটি দেখার জন্য অভিনব কাণ্ড ঘটালেন পাকিস্তানি অভিনেতা মুনিব বাট।

Gangubai Kathiawadi: গাঙ্গুবাই দেখার জন্য অভিনব কাণ্ড ঘটালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা!
অভিনব কাণ্ড ঘটালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা!

Follow Us

প্রায় এক মাস হতে চলল গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তির। তবে রেশ এখনও ফিকে হয়নি ছবিটির। এবার ছবিটি দেখার জন্য অভিনব কাণ্ড ঘটালেন পাকিস্তানি অভিনেতা মুনিব বাট। দুবাইয়ের বুক করে ফেললেন গোটা এক প্রেক্ষাগৃহে। তবে ভাববেন না আলিয়ার জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। বরং নিজের স্ত্রীকে ভালবেসেই এ হেন ভালবাসার উপহার তাঁর।

এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োতেই দেখা যাচ্ছে দুবাইয়ে ঘুরতে গিয়ে স্ত্রী আইমানের সঙ্গে এক প্রেক্ষাগৃহে বসে রয়েছেন মুনিব। স্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, “তোমার জন্যই পুরো থিয়েটার বুক করেছি। যদি গাঙ্গুবাই ভাল না লাগে তবে আবার ভাগ্য পরীক্ষা করাতে হবে।”

স্ত্রীর জন্য এ হেন ‘পাগলামি’ পছন্দই হয়েছে নেটিজেনের। তাঁদের একটাই বার্তা, ‘ভীষণ মিষ্টি’। প্রসঙ্গত, মুনিব উর্দু সিনেমা ও ধারাবাহিকের বেশ পরিচিত মুখ। ২০১২ সালে তিনি কেরিয়ার শুরু করেন। এই মুহূর্তে ‘ইয়ে না থি হামারি কিসমাত’ নামক এক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। এ ছাড়াও দালদাল, বান্দি, কোই চাঁদ রাখ, বদদুয়া নামক ছবিতে অভিনয় করেছেন তিনি। আইমানের সঙ্গে তাঁর নিকাহ হয় ২০১৮ সালে। তাঁদের এক সন্তানও রয়েছে। ২০১৯ সালে জন্ম হয় তাঁর। মুনিবের ছবিটি ভাল লেগেছে কিনা তা জানা যায়নি তবে দর্শকের চোখে যে তা সুপারহিট তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

 

Next Article