মীরা রাজপুত ও শাহিদ কাপুরের সংসারের মাঝে কি তৃতীয় ব্যক্তির আগমন? শাহিদের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই কি বিয়ে সেরে ফেলেছেন তিনি? শাহিদের ফাঁস করা এক ভিডিয়ো জানাচ্ছে তেমনটাই। ঘাবড়াবেন না শাহিদের মতে মীরা যার সঙ্গে ‘বিবাহিত’ সে কোনও রক্ত মাংসের মানুষ নয়। সে হল মীরার হাতের ফোনটি। যাকে নিয়েই দিন রাত্রি কাটে মীরার।
যে ভিডিয়োটি শাহিদ কাপুর আপলোড করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে ফোন হাতে নিয়ে তাতে মগ্ন হয়ে রয়েছেন মীরা। আশেপাশের কোনওদিকেই তাঁর বিশেষ কোনও ভ্রুক্ষেপ নেই। শাহিদ একটানা ভিডিয়ো করলেও সেদিকেও তাকাননি তিনি। তবে শেষমেশ তাকাতেই হেসে ফেলেন মীরা। এরপরেই ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করে শাহিদ লেখেন, “ফোনকে বিয়ে করে নিয়েছে”। মীরাও কি ছেড়ে দেবার পাত্রী? কমেন্ট সেকশনে তিনি লেখেন, “এবার তুমি আপাতত কাউচকে বিয়ে করে নাও”। তবে সবটাই যে মজার ছলে এ তো সবারই জানা।
প্রসঙ্গত, বিগত বেশ কিছু সময় ধরে করোনার কারণে আটকে রয়েছে শাহিদ কাপুরের ছবি জার্সি। ঠিক ছিল গত বছর ৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিন্তু দেশ জুড়ে আচমকাই করোনার বাড়বাড়ন্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জার্সির প্রযোজক। করোনা আবহে দিল্লি সরকার সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পরেই জার্সি টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে তাতে লেখা হয়, “বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাত জার্সির থিয়েটার মুক্তি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি আমরা। তবে যে পরিমাণ ভালবাসা আপনাদের সকলের কাছ থেকে পেয়েছি তাতে করে আমরা আপ্লুত। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। টিম জার্সি”…
এর পরেই খবর আসে নেটফ্লিক্সে ছবিটি বিক্রির জন্য কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা। ভাল অঙ্কের অফারও পেয়েছেন তাঁরা। কিন্ত শেষ মুহূর্তে বেঁকে বসেন স্বয়ং সিনেমার হিরোই। বলিউড হাঙ্গামার এক রিপোর্ট বলছে, জার্সির মতো ১৫০ কোটির সিনেমার ওটিটি মুক্তি হবে তা নাকি কিছুতেই চাননি তিনি। ছবিতে তাঁর পারিশ্রমিক ৩১ কোটি টাকা। ওটিটির অফার বাতিল করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রযোজকদের যে ক্ষতি হবে নিজের পারিশ্রমিক থেকে সেই ক্ষতির অঙ্কও নাকি দিয়ে দিতে চেয়েছেন অভিনেতা যদি ১০ কোটি ক্ষতি হয় তবে তিনি নেবেন ২১ কোটি। পাঁচ কোটি ক্ষতি হলে তাঁর ঘরে ঢুকবে ২৬ কোটি টাকা, এমনটাই নাকি জানিয়েছিলেন শাহিদ। দেশে এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু জার্সি কবে মুক্তি পাবে সেই অপেক্ষাতেই শাহিদ ভক্তরা।
আরও পড়ুন- সুহানা ও খুশির প্রথম ছবির লুক ফাঁস নেটপাড়ায়! কেমন দেখাচ্ছে স্টারকিডদের