Raj Kapoor: কাপুরদের ছোটবেলার বাংলো হাতছাড়া, কোন অভাবে রাজ কাপুরের বাংলো বিক্রি করল পরিবার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 17, 2023 | 9:53 PM

Raj Kapoor: বিলাশবহুল আবাসন তৈরি হবে বলে জানা যাচ্ছে। কাপুর পরিবারের পরবর্তী প্রজন্মের থেকে বাড়ি ক্রয় করেছে একটি কোম্পানি। আবেগপ্রবণ হয়ে উঠেছেন রণধীর কাপুর।

Raj Kapoor: কাপুরদের ছোটবেলার বাংলো হাতছাড়া, কোন অভাবে রাজ কাপুরের বাংলো বিক্রি করল পরিবার
সেই বাড়ি।

Follow Us

মুম্বইয়ের চেম্বুরে এক একর জমির উপর বিরাট সাদা বাংলো বাড়ি তৈরি করেছিলেন বলিউডের একসময়ের স্তম্ভ রাজ কাপুর। সেই বাড়িটিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে কাপুর পরিবারের। বাড়ির ছেলেরা – ঋষি, রণধীর সকলেই বড় হয়েছেন সেখানে। কত্ত সময় কাটিয়েছেন। এবার সেই বাড়িরই মালিকানা হারাল কাপুর পরিবারের। বলা ভাল, বাড়িটি বিক্রি করলেন কাপুররা। এবং তা কিনে নিল গোদরেজ প্রপার্টিজ়। সেখানে একটি ৫০০ কোটি টাকার বিলাশবহুল আবাসন তৈরি হবে বলে জানা যাচ্ছে। কাপুর পরিবারের পরবর্তী প্রজন্মের থেকে বাড়ি ক্রয় করেছে এই কোম্পানি।

টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের কাছেই একটি বাংলো রয়েছে রাজ কাপুরের। দেওনার ফার্ম রোডে অবস্থিত সেই বাংলো। বাংলো বিক্রি করার ব্যাপারে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণধীর। শোনা যাচ্ছে, বারবারই তাঁর চোখে জল চলে আসছিল নাকি। তিনি বারবারই বলছিলেন পুরনোদিনের নানা কথা।

এই প্রথম নয়, এর আগেও কাপুরদের থেকে সম্পত্তি ক্রয় করেছে গোদরেজ। ২০১৯ সালে কাপুরদের আরকে স্টুডিয়োটিও তারাই কিনে নিয়েছিল। ক্রয়-বিক্রয়ের বিষয়ে এই কোম্পানিকে বিশ্বাস করে কাপুররা। তাদের মধ্যে সম্পর্কও বেশ ভালই। যে কারণে চেম্বুরের এই বাংলো বাড়িটিও তাদেরই বিক্রি করলেন কাপুররা।

আপনি কি জানেন, রাজ কাপুরের সম্পত্তি প্রচুর। এক সময় তাঁকে বলিউডের কিং বলা হত। কেবল ভারতে নয়, পাকিস্তানেও ছিল তাঁর সম্পত্তি। পাকিস্তানের পেশাওয়ারে পৈতৃক ভিটে ছিল কাপুরদের। সেই বাড়িটি এখন মিউজ়িয়ামে পরিণত হয়েছে।

Next Article