Rapper Drake: ‘ব্রা-এর পাহাড়’! শো চলাকালীন মঞ্চে ছুড়েছিলেন মহিলা ভক্তরা, জড়ো করে ছবি দিলেন শিল্পী 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 08, 2023 | 3:39 PM

Rapper Drake: দিন কয়েক আগের ঘটনা। নিক জোনাস যখন ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন তাঁকে উদ্দেশ্য করে উড়ে এসেছিল ব্রা। নিক পাত্তা দেননি।

Rapper Drake: ব্রা-এর পাহাড়! শো চলাকালীন মঞ্চে ছুড়েছিলেন মহিলা ভক্তরা, জড়ো করে ছবি দিলেন শিল্পী 
'বাহারি ব্রা-এর পাহাড়'!

Follow Us

দিন কয়েক আগের ঘটনা। নিক জোনাস যখন ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন তাঁকে উদ্দেশ্য করে উড়ে এসেছিল ব্রা। নিক পাত্তা দেননি। তবে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তবে শুধু নিক নয়, বিদেশে এ জিনিস হামেশাই দেখা যায়। শিল্পীর পারফরম্যান্স পছন্দ হলে ব্রা ছুড়ে দেন মহিলা ভক্তরা। এই মুহূর্তে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় র‍্যাপার, গায়ক ড্রেকও বহুবার সম্মুখীন হয়েছেন এ হেন ঘটনার। সারা বিশ্বে এখনও পর্যন্ত যে যে জায়গায় পারফর্ম করেছেন তিনি, প্রায় সব জায়গাতেই তাঁর অভিজ্ঞতা হয়েছে উড়ন্ত ব্রায়ের। সেই সব ব্রা কে জড়ো করেই ছবি দিয়েছেন র‍্যাপার। নানা ধরনের, ব্রা দেখে হতবাক ভক্তরা। এত ধরনের অন্তর্বাস, তাঁর এত ধরনের রঙ দেখে এক নেটিজেন লিখেছেন, “এ তো লাইব্রেরি”। আর একজন লিখেছেন, “এবার এগুলো দিয়েই আলাদা এক ব্যবসা শুরু করতে পারেন।” নিক অসন্তুষ্ট হলেও ডেরেক কিন্তু গোটা ব্যাপারটা নিয়েছেন বেশ মজার ছলেই। এমনটাই অনুমান ভক্তদের। তা না হলে কি আর সাজিয়ে ছবি শেয়ার করতেন এভাবে?

ড্রেক গ্রাহাম আদপে ক্যানাডার মানুষ। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১৪২ মিলিয়ন। তিনি শুধু র‍্যাপারই নন, একই সঙ্গে তিনি গায়ক গীতিকার ও অভিনেতাও। কিছু দিন আগেই লস এঞ্জেলসে কনসার্ট ছিল তাঁর। পাঁচ বছরের ছেলে দেখতে এসেছিল বাবার কনসার্ট। সেই ছবি শেয়ার করেছিলেন ডেরেক।

Next Article