Rishi Kapoor: ঋষি কাপুরকে ‘বিগড়ে যাওয়া’ তকমা, ছেলেকে নিয়ে গদগদ নিতু!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 25, 2023 | 7:40 PM

Rishi Kapoor: স্বামী ঋষি কাপুরকে নিয়ে এক মন্তব্য করেছিলেন নিতু কাপুর। তাঁকে তকমা দিয়েছিলেন বাবা মায়ের বিগড়ে যাওয়া তকমা। সেই ভিডিয়োই এই মুহূর্তে ভাইরাল।

Rishi Kapoor: ঋষি কাপুরকে বিগড়ে যাওয়া তকমা, ছেলেকে নিয়ে গদগদ নিতু!
নিতু-ঋষি।

Follow Us

স্বামী ঋষি কাপুরকে নিয়ে এক মন্তব্য করেছিলেন নিতু কাপুর। তাঁকে তকমা দিয়েছিলেন বাবা মায়ের বিগড়ে যাওয়া তকমা। সেই ভিডিয়োই এই মুহূর্তে ভাইরাল। ভাইরাল কারণ, নিতু কাপুরই শেয়ার করেছেন তাঁর এক পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো। সাক্ষাৎকারে নিতুকে বলা হয় বাবা-ছেলের মধ্যে তুলনা করতে। তিনি বলেন,”ঋষি ভীষণ অপমান করত। ও ভীষণ জোরে কথা বলে। কিন্তু রণবীর কিন্তু এরকম নয়। ও মাটির মানুষ। ও ভীষণ সাধারণ একজন মানুষ। কখনও মাথা গরম করে না।” এখানেই না থেমে তিনি যোগ করেছিলেন আরও।

বলেছিলেন,”ঋষির সঙ্গে আমার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা বেশ খারাপ। মানুষকে ভীষণ অপমান করে ও। মেকআপ থেকে শুরু করে জামাকাপড়… সব নিয়েই মন্তব্য করবে ও। আমার ভীষণ রাগ হতো। আমি তখন খুবই ছোট।” ঋষির উপর মাঝেমধ্যেই ভীষণ রাগ হতো নিতুর। ওই সাক্ষাৎকারেই তিনি শেয়ার করেছিলেন, কীভাবে নিতু হিরোইন হয়ে ওঠেন কাপুর পুত্রের। নিতুর কথায়, “ববি যেই হিট হল, ডিম্পল কাপাডিয়ার বিয়ে হয়ে গেল। বাকি যারা ছিলেন তাঁদের সবাইকে ওর থেকে বড় লাগত। আমাকে মানাত। আর তাই প্রায় সব ছবিতেই ওর সঙ্গে আমাকে নেওয়া হতে থাকে।” ছবিতে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন দু’জনে। কাপুর পরিবারের সঙ্গে যুক্ত হওয়ায় অভিনয় ত্যাগ করতে হয়েছিল তাঁকেও। যদিও আলিয়া ভাটের ক্ষেত্রে সেই নিয়ম বলবৎ হয়নি। তিনি কাজ করছেন চুটিয়ে।

 

Next Article