বাঙালিদের জন্য এ বড় আনন্দের দিন। দেশের অন্যতম সেরা মিউজিক রিয়ালিটি শো-তে বাঙালিরই ছয়লাপ। যেন ইতিহাস। প্রথম ও দ্বিতীয় স্থান পেলেন বাংলার দুই মেয়ে। প্রথম স্থান ছিনিয়ে নিলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। অন্যদিকে একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হলেও দ্বিতীয় স্থান পেলেন বাংলার আর এক মেয়ে রাজশ্রী বাগ।
তবে স্নিগ্ধজিৎ ও অনন্যা ভক্তদের জন্য একটু খারাপ খবর। প্রথম তিনে জায়গা করে নিতে পারলেন না তাঁরা। তৃতীয় স্থানে দেখা গেল শরদ শর্মাকে। এত দিন জগ্রাতাতে গান করা শরদের পরিচিতি বাড়ল বেশ কয়েক গুণ। ফিনালের মঞ্চে নীলাঞ্জনার গান শুনে মুগ্ধ সঙ্গীত পরিচালক বিশাল দাদলানিও। তাঁর প্রশংসায় পঞ্চমুখ তিনি।
অন্যদিকে নীলাঞ্জনারও খুশি আর ধরে না। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নীলাঞ্জনা জানিয়েছেন তাঁর এই জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তাঁর বাবা-মা। মেয়ে সারেগামাপা জিতছে–এ ছিল তাঁদের স্বপ্ন। অবশেষে উত্তরবঙ্গের মেয়েটি বাবা-মা’র স্বপ্ন পূরণ করতে পেরেছেন। উচ্ছ্বাস আর ধরে না। নীলাঞ্জনা ক্লাস টুয়েল্ভের ছাত্রী। গানের চর্চার পাশাপাশি তাই বাড়ি ফিরে আপাতত পড়াশোনাতেই মন দিতে চান তিনি।
গত বছরের শেষের দিকে শুরু হওয়া এই রিয়ালিটি শো’তে ছিল বাঙালিদের জয়জয়কার। স্নিগ্ধজিৎ ভোমিক, নীলাঞ্জনা রায়, কিঞ্জল চট্টোপাধ্যায়, দীপায়ন বন্দ্যোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী ও রাজশ্রী বাগ– এই ছয়জন প্রতিযোগী মাতিয়ে রেখেছিল গোটা সিজন। অন্যদিকে দরিদ্র পরিবার থেকে উঠে আসা সঞ্জনাও ছিলেন এই শো’র অন্যতম আকর্ষণ। দীপায়ন ও কিঞ্জল ফিনালের আগেই শো থেকে বাদ পড়েন। রয়ে যান বাকি চার জন। সেই চার জনের মধ্যে দুই জনই প্রথম ও দ্বিতীয়… এর চেয়ে আনন্দের খবর আর কী বা হতে পারে?
আরও পড়ুন- Bappi Lahiri Death: বাপ্পির ইচ্ছেপূরণেই কলকাতায় বাপ্পা, গঙ্গাগর্ভে বিলীন গায়কের শেষ চিহ্নটুকুও
আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র্যাগিং’ করেছিলেন মেঘাকে?
আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?