বৃহস্পতিবার দুপুরেই সিপিএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছিলেন একটি অস্ত্রোপচার হবে তাঁর। এও জানিয়েছিলেন সেই কারণে দু’দিন কথা বলা থেকে বিরত থাকতে হবে তাঁকে। ফোনও ধরতে পারবেন না। সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কেমন আছেন তিনি? সেই আপডেটই দিলেন শতরূপের স্ত্রী পহেলি সাহা। তাঁর কথায়, ” ডঃ অরুণাভ সেনগুপ্তর তত্ত্বাবধানে শতরূপের অস্ত্রপ্রচার সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। পরিবার, বন্ধু ও সকল শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।” কিন্তু কী হয়েছিল শতরূপের? জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই শ্বাস নিয়ে অসুবিধে হচ্ছিল তাঁর। সম্প্রতি সেই সমস্যা বড় আকার ধারণ করে। পলিপ দেখা যায়। তাই অস্ত্রোপচার করতে হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যার নাম সেপ্টোপ্লাস্টি।
গত বছর ডিসেম্বরে বিয়ে করেন শতরূপ ও পহেলি। রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলী গার্ডেনে বসেছিল বিবাহের আসর। বিবাহের অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ সিপিআইএম-এর বহু নেতা-নেত্রীই উপস্থিত ছিলেন শতরূপ ঘোষের বিবাহে। ছাত্র আন্দোলনের মধ্য থেকেই উঠে এসেছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ। তাই স্বাভাবিকভাবেই তাঁর বিবাহে সিপিআইএম-এর যুব ও ছাত্র শাখার নেতৃত্বও উপস্থিত ছিলেন। শতরূপের দীর্ঘদিনের বন্ধু, প্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তথা অভিনেত্রী উষশী চক্রবর্তীকেও দেখা গিয়েছে বিবাহ বাসরে। ছিলেন আরেক বাম ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই সরব নন তাঁরা। তবে কলেজে পড়াকালীনই দুজনের আলাপ। সেখান থেকেই প্রেম। পহেলি যুক্ত ছিলেন জনসংযোগ কর্মী হিসেবে। আপাতত শতরূপের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি তাঁর কাছের মানুষদের। যদিও এখনও হাসপাতালেই রয়েছেন তিনি।