Chris Brown: মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ জনপ্রিয় গায়কের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 29, 2022 | 8:53 PM

অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, ঘটনাটি ২০২০-র ডিসেম্বরে। ব্রাউন তাঁকে স্টার আইল্যান্ডে ডেকে পাঠান। সেখানেই তাঁকে পানীয় অফার করেন ব্রাউন।

Chris Brown: মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ জনপ্রিয় গায়কের বিরুদ্ধে
ক্রিস ব্রাউন।

Follow Us

ফের বিপাকে জনপ্রিয় গায়ক ক্রিস ব্রাউন। পানীয়তে মাদক মিশিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ফ্লোরিডার এক তরুণী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। একই সঙ্গে তাঁর কাছ থেকে ২০ কোটি ডলারও দাবি করেছেন সেই তরুণী।

অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, ঘটনাটি ২০২০-র ডিসেম্বরে। ব্রাউন তাঁকে স্টার আইল্যান্ডে ডেকে পাঠান। সেখানেই তাঁকে পানীয় অফার করেন ব্রাউন। দ্বিতীয় বার পানীয় নেওয়ার পরেই অস্বস্তি বোধ করেন সেই তরুণী। তরুণীর দাবি, এর পরেই তাঁকে জোর করে বেডরুমে নিয়ে যান গায়ক। আর সেখানেই তাঁকে বিবস্ত্র করে তাঁর অনুমতি ছাড়া তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ব্রাউন। এই ঘটনা সামনে আসতেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ব্রাউন। তিনি লেখেন, “যখনই আমার কোনও গান বের হয় তখনই আমার সঙ্গে ওরা এরকমটা করে থাকে।”

এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন ব্রাউন। ২০০৯ সালে পপস্টার রিহানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর বিরুদ্ধে রিহানাকে মারধরের অভিযোগ ওঠে। এরই পাশাপাশি ২০১৯-এও এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আবারও বিতর্কে ক্রিস ব্রাউন…

 

 

Next Article
Mouni Roy: হাতে শাঁখা-পলা, বার কাউন্টারে ‘নতুন বউ’ মৌনীর নাচ, জুটল কটাক্ষ!
Lata Mangeshkar: তিন সপ্তাহ হাসপাতালেই, এখন কেমন আছেন লতা মঙ্গেশকর?