Tanushree Dutta: আমার কিছু হয়ে গেলে নানা পাটেকর দায়ী থাকবে: বিস্ফোরক তনুশ্রী দত্ত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 30, 2022 | 5:10 PM

Tanushree Dutta: সেই নানা পাটেকর যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। নানা যদিও প্রমাণের অভাবে ক্লিনচিট পেয়ে গিয়েছেন তবুও তনুশ্রীর মতে তিনি সঠিক বিচার পাননি।

Tanushree Dutta: আমার কিছু হয়ে গেলে নানা পাটেকর দায়ী থাকবে: বিস্ফোরক তনুশ্রী দত্ত
বিস্ফোরক তনুশ্রী দত্ত

Follow Us

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তনুশ্রী দত্ত। লম্বা পোস্টে কাউকে না ছেড়ে দেওয়ার ডাক তাঁর। যারা তাঁর জীবন তছনছ করেছে বলে দাবি তনুশ্রীর, তাঁদের কেউ যেন ছাড়া না পায়– ভক্তদের কাছে এমনটাই আর্জি জানালেন অভিনেত্রী। কাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তনুশ্রী?কী বা লিখেছেন তিনি তাঁর পোস্টে?

তনুশ্রীর হিটলিস্টে প্রথমেই নাম রয়েছে নানা পাটেকরের। সেই নানা পাটেকর যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। নানা যদিও প্রমাণের অভাবে ক্লিনচিট পেয়ে গিয়েছেন তবুও তনুশ্রীর মতে তিনি সঠিক বিচার পাননি। তাঁর আরও অভিযোগ ‘বলিউড মাফিয়া’দের বিরুদ্ধে। কারা এই বলিউড মাফিয়া? সে উত্তরও দিয়েছেন তিনি। তনুশ্রীর চোখে বলিউড মাফিয়া তাঁরাই সুশান্ত সিং রাজপুত কাণ্ডে যাঁদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। কী লিখেছেন তনুশ্রী।

তিনি লিখেছেন, “যদি আমার কোনওদিন কিছু হয়ে যায় তবে জানবেন মিটু’তে অভিযুক্ত নানা পাটেকর, তার আইঞ্জিনি ও বলিউডে তার মাফিয়া বন্ধুরাই এর পিছনে দায়ি। ওদের ছবি দেখবেন না। ওদের বয়কট করুন। যারা যারা আমার বিরুদ্ধে মিথ্যে খবর ছাপিয়েছে, মিথ্যে কথা রটিয়েছে, মিথ্যে প্রচার চালিয়েছে তাদের সবার জীবন নরক বানিয়ে দিন। কারণ ওরা আমার জীবন তছনছ করে দিয়েছে। এই আইন ব্যর্থ কিন্তু আমাদের এই দেশের মানুষের উপর আস্থা রয়েছে। জয় হিন্দ। বাই। আবার দেখা হবে।”

প্রসঙ্গত, ২০০৮ সালে এক ছবির শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানান বলে কিছু বছর আগে মুখ খুলেছিলেন তনুশ্রী। কার্যত এর পর থেকেই বলিউডে #মিটুর ঢেউ ওঠে। যেই ঢেউয়ের একের পর এক অভিনেতা-পরিচালকের নাম প্রকাশ্যে আসতে থাকে। যদিও পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু এর পর থেকেই লাইমলাইট থেকে অবলুপ্তি ঘটে এই বাঙালি অভিনেত্রীর। মাঝে তিনি ওজনও বাড়িয়ে ফেলেন বেশ খানিকটা। তবে আপাতত ওজন ঝরিয়ে আবারও বলিউডে কামব্যাকের চেষ্টায় তনুশ্রী। এরই মধ্যে এই পোস্ট। তাঁকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

Next Article