Priyanka-Nick: ‘সব থেকে জনপ্রিয় জোনাস আমি নিজে’, নিককে এভাবে ‘রোস্ট’ করলেন প্রিয়াঙ্কা

Viral News: একবার জোনাস ব্রাদার্সদের রোস্ট করার প্রস্তাব পান প্রিয়াঙ্কা। সে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সেদিন পিগি চপস।

Priyanka-Nick: 'সব থেকে জনপ্রিয় জোনাস আমি নিজে', নিককে এভাবে 'রোস্ট' করলেন প্রিয়াঙ্কা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 9:09 AM

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, একে অপরের সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই বারবার চর্চার কেন্দ্রে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে বয়সের ফারাক দশ বছর, তাই প্রাথমিকভাবে অনেকেই অনুমান করেছিলেন এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হবে না। তবে বাস্তবের ছবিটা যে এমন নয়, তা ইতিমধ্যেই  প্রমাণ করে দিয়েছেন এই জুটি। তাঁরা একে অপরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। নিক সুযোগ পেলেই প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ, প্রিয়াঙ্কাও তাই। তবে নিককে রোস্ট করতে গিয়ে একি বলে বসলেন প্রিয়াঙ্কা! একবার জোনাস ব্রাদার্সদের রোস্ট করার প্রস্তাব পান প্রিয়াঙ্কা। সে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সেদিন পিগি চপস।

হাসতে হাসতে এমন কিছু পয়েন্ট তুলে ধরেছিলেন সেদিন প্রিয়াঙ্কা, যা নিঃসন্দেহে জোনাসদের মাথা নীচু করে দেয়। প্রথমে প্রিয়াঙ্কা তোপ দেগেখেছিলেন সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স নিয়ে। তিনি বলেন, তিন জোনাস ব্রাদার্সের ফলোয়ার্স যোগ করলেও প্রিয়াঙ্কা থেকে তা কমই হয়। এখানেই থামেনি তিনি, পাশাপাশি আরও জানান, তাহলে এই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় জন্য হলেন তিনি নিজে। তারও নিকের মধ্যে বয়সের ফারাক নিয়ে অনেকেই ঠাট্টা করেন, প্রিয়াঙ্কাও এদিন তা অস্ত্র করলেন, তাঁর কথায় নিক তাকে টিকটক শেখায় আর তিনি তাঁকে দেখান কীভাবে একজন সাফল অভিনেত্রীর জীবন কাটাতে হয়।

এখানেই শেষ নয়, তিনি আরও জানান, জোনাসকে তিনি চিনতেনই না। তবে প্রিয়াঙ্কা চোপড়া গোটা বিশ্বে জনপ্রিয়। যদিও শেষ পর্যন্ত একটা কথা স্পষ্ট, এদিন জানিয়ে দিতে দুবার ভাবলেন না প্রিয়াঙ্কা, তা হল তিনি তাঁর স্বামীকে কতটা ভালোবাসেন। প্রিয়াঙ্কা সেদিন বলেছিলেন, এই মঞ্চে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাকে এটা আলাদা করে বলতে হবে না। আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। তাঁরা একে অপরের সঙ্গে দিব্যি আছেন। একাধিকবার বিবাহ বিচ্ছেদের খবর সামনে এলেও শত্রুর মুখে ছাই দিয়ে তাঁরা চুটিয়ে সংসার করছেন।