Winter Update: আজ আছি, কাল নেই! শীতের এই খেলা আর কতদিন?

Winter Update: মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার ফের পরিষ্কার হয়ে যাবে আকাশ। অন্যদিকে রবিবারের মতো সোমবার ও মঙ্গলবারও গোটা রাজ্যে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে।

Winter Update: আজ আছি, কাল নেই! শীতের এই খেলা আর কতদিন?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 5:31 PM

কলকাতা: আজ আছি কাল নেই! শীতের খামখেয়ালিপনা দেখে কার্যত যেন এ কথাই বলছেন শীতপ্রেমীরা। গত দু’দিন ধরে বেশ খানিকটা কাঁপুনি ধরালেও এবার গা ঢাকা দিতে শুরু করেছে শীত। এদিন দিনভর রাজ্যের সিংহভাগ জায়গায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। হাওয়া অফিস বলছে সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। তারপর ধীরে ধীরে তা স্বাভাবিকের কাছাকাছি এলে ফের জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডার সম্ভাবনা এখনই নেই বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। 

হাওয়া অফিস এও বলছে, আবহওয়ার এই খামখেয়ালিপনা খুব বেশি স্পষ্ট হবে আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে। বেশ কিছুটা তারতম্য দেখা যাবে তাপমাত্রার। আগামী দু’দিনে কোথাও কোথাও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কোথাও মঙ্গলবার, কোথাও আবার বুধবার তাপমাত্রা ফের কমতে পারে। পরবর্তী দু-তিন দিনের ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। 

এই খবরটিও পড়ুন

মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার ফের পরিষ্কার হয়ে যাবে আকাশ। অন্যদিকে রবিবারের মতো সোমবার ও মঙ্গলবারও গোটা রাজ্যে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে। সবথেকে বেশি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে। সে কারণেই যান চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে।