Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ‘যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হব’, সীমান্তে কামান দাগা, চলছে গোলা বর্ষণ, কপ্টার-ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত বাংলাদেশ! নতুন বছরের শুরুতেই ‘সীমা’ পার করলেন ইউনূস

Bangladesh: সম্প্রতি ইউনূসের আরও একটি বক্তব্য সামনে এসেছে। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কী কারণে এই মহড়া হয়েছে। ইউনূসকে বলতে শোনা যাচ্ছে, "এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি। যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি।

Bangladesh: 'যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হব', সীমান্তে কামান দাগা, চলছে গোলা বর্ষণ, কপ্টার-ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত বাংলাদেশ! নতুন বছরের শুরুতেই 'সীমা' পার করলেন ইউনূস
বাংলাদেশের যুদ্ধ জিগির!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 5:10 PM

ঢাকা: কামান দাগা, চলছে গোলা বর্ষণ, প্রস্তুত সেনা! হচ্ছেটা কী? বাংলাদেশের আবার যুদ্ধ জিগির। ট্যাঙ্ক, কপ্টার, কামান নিয়ে চট্টগ্রামে যুদ্ধের মহড়া দিচ্ছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, আসলে মহড়ার আড়ালে ক্ষমতায় আস্ফালন দেখাচ্ছেন ইউনূস। চট্টগ্রামে যুদ্ধের মহড়া সারছেন সেনারা।

সম্প্রতি ইউনূসের আরও একটি বক্তব্য সামনে এসেছে। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কী কারণে এই মহড়া হয়েছে। ইউনূসকে বলতে শোনা যাচ্ছে, “এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি। যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া। দেশকে রক্ষা করা, সকল পরিস্থিতিতে। যে কোনও মুহূর্তে যে যে অবস্থায় আছেন না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। পূর্ণ সাহস ও পূর্ণ প্রস্তুতি নিয়ে।”

গত বছরের শেষ কয়েক মাস ধরে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব ক্রমবর্ধমান। সেখানকার কট্টরপন্থী নেতা থেকে শুরু করে বাংলাদেশের প্রাক্তন সেনকর্তারাও একের পর এক হুমকি, হুঁশিয়ারি দিয়েছিলেন। দেওয়া হয়েছিল কলকাতা দখলের ডাক, তারপর কেবল কলকাতা নয়, বাংলা-বিহার-ওড়িশা-অসম দখলের ডাক, শেষে সেভেন সিস্টার দখলেরও ডাক। মাঝে একবার দিল্লি দখলেরও ডাক নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে।

কিন্তু প্রশ্ন হচ্ছে দেশের এই চরম অস্থির পরিস্থিতির মধ্যেও কেন যুদ্ধ জিগির? কেন বাংলাদেশি সেনারা যুদ্ধের মহড়া দিচ্ছেন?  বাংলাদেশের ‘জুলাই বিপ্লব’, শেখ হাসিনা সকারের পতন এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠন। কিন্তু এই অন্তবর্তীকালীন ইউনূস সরকারের বর্তমান অবস্থা কী? রিপোর্ট বলছে, বাংলাদেশে হু হু করে বাড়ছে বেকারত্বের সংখ্যা, দ্রব্যমূল্যতে নাজেহাল আম জনতা। এখন সেদেশের মানুষ ভোট চাইছেন, ইউনূস সরকারে সেদিকেই নজর দেওয়া উচিত। বদলে যুদ্ধের মহড়া দিচ্ছেন তিনি! বিস্মিত কূটনীতিবিদরাও।

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, আরাকান, কিংবা মায়ানমারের দিক থেকে অনুপ্রবেশের আশঙ্কা বাড়েছে। একে দেশের ভিতর অস্থির পরিস্থিতি, আর সে সুযোগকেও কোনওভাবে কাজে লাগাতে পারে প্রতিবেশী রাষ্ট্রগুলো। আর সেক্ষেত্রেই ইউনূসের প্রয়োজন পড়েছে ক্ষমতা জাহিরের। এটা তারই নির্দশন।