Feng Sui Tips: ‘কাঁঠালের আঠা’র মতো প্রেম চাই? তাহলে বাড়ি থেকে এখনই দূর করুন এই সব জিনিস
Feng Sui Tips: বিবাহিত জীবনের সমস্যা দূর করে কী ভাবে নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও গাঢ় করে তুলবেন, তার জন্য ৫ নিয়মের কথা বলা আছে ফেং শ্যুইয়ে। জানেন কী সেই ৫ নিয়ম?
অনেকেই বলেন প্রেমের দৌড় বিয়ে অবধিই। তবে এই ধারণা কিন্তু আদৌ সত্যি নয়। বরং ভালবাসা আর প্রেম না থাকলে সেই বিয়েই ক’দিন পরে এক ঘেয়ে হয়ে ওঠে। যদিও এই সব সমস্যার সমাধান কিন্তু আছে চিনা বাস্তু শাস্ত্রে। বিবাহিত জীবনের সমস্যা দূর করে কী ভাবে নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও গাঢ় করে তুলবেন, তার জন্য ৫ নিয়মের কথা বলা আছে ফেং শ্যুইয়ে। জানেন কী সেই ৫ নিয়ম?
১। ফেং শুই অনুসারে, বাড়ির দক্ষিণ দিকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিবাহিত সম্পর্ক ঠিক রাখতে এই দিকটি ঠিক রাখা গুরুত্বপূর্ণ। বাড়ির দক্ষিণ দিকের দেওয়াল সব সময় লাল রঙ-এর করা উচিত। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হয় বলে বিশ্বাস।
২। সম্পর্কের ক্ষেত্রে ফেং শুইয়ের দক্ষিণ-পশ্চিম দিকটিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফেং শুই-এর মতে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে কখনই বাথরুম হওয়া উচিত নয়। লাভবার্ডস বা ম্যান্ডারিন হাঁসের কোনও ছবি বা স্ট্যাচু রাখতে পারেন। এটি খুব শুভ বলে মনে করা হয়।
এই খবরটিও পড়ুন
৩। ফেং শুই-এর মতে, আপনি যদি বিবাহিত হন তবে আপনার বেডরুমে টিভি, কম্পিউটার ইত্যাদির মতো বৈদ্যুতিন আইটেম থাকা উচিত নয়।
৪। ফেং শুই-এর মতে, বিছানার সামনে কখনও আয়না থাকা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এর কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে।
৫। খাটের নীচ সব সময় ফাঁকা রাখবেন। কোনও ধরনের জিনিস রাখবেন না। এটি শোওয়ার ঘরে ইতিবাচক শক্তি নষ্ট করে দেয়। নদী, পুকুর বা জলপ্রপাতের ছবিও কখনও শোওয়ার ঘরে রাখা উচিত নয়।