Karan Johar: হঠাৎ কেন সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন করণ জোহর?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 18, 2023 | 11:18 AM

Gossip: করণের কথায় তিনি তাঁর কাজের জন্য টুইটে বর্তমানে যা X, সেখানে উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণে কখনই হাজির হন না। ব্যক্তিগত কোনও পোস্ট কিংবা ব্যক্তিগত কোনও মুহূর্ত সোশ্যাল মিডিয়া শেয়ার করা এখন আর তিনি পছন্দ করেন না।

Karan Johar: হঠাৎ কেন সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন করণ জোহর?

Follow Us

করণ জোহার, একটা সময় যিনি সোশ্যাল মিডিয়ায় রাত দিন রাজত্ব করতেন হঠাৎ করে কেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? সম্প্রতি এক সাক্ষাতকারে এই নিয়ে মুখ খুলতে দেখা যায় পরিচালক তথা প্রযোজক করণ জোহরকে। হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়ে সরে যেতে দেখা গিয়েছে তাঁকে। যদিও তাঁর প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজ সচল ও বর্তমান। করণের কথায় তিনি তাঁর কাজের জন্য টুইটে বর্তমানে যা X, সেখানে উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণে কখনই হাজির হন না। ব্যক্তিগত কোনও পোস্ট কিংবা ব্যক্তিগত কোনও মুহূর্ত সোশ্যাল মিডিয়া শেয়ার করা এখন আর তিনি পছন্দ করেন না।

কবে থেকে নিলেন করেন এই সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়া বুলিং থেকে ট্রোলিং-এর অন্ত নেই, আর তার শিকার হতে হয়েছিল কারণ জোহার কেউ। বিষয়টা নিজের ব্যাপারে হলে সহ্য করে নিতেন, তবে যখন তিনি দেখলেন তাঁর দুই সন্তানকে নিয়ে রীতিমতো নোংরা ভাষায় কটাক্ষ করা হচ্ছে, তিনি তা সহ্য করতে পারলেন না। কেবল তাঁর সন্তানকে নিয়েই নয়, তাঁর মাকে নিয়েও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা ছড়াতে শুরু করে। এসব থেকে বিরতি নিতেই কারণ জোহর সিদ্ধান্ত নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় আর তিনি থাকবেন না।

তাঁর সন্তানদের বিষয়ে এই ধরনের মন্তব্য তিনি পড়তে পারবেন না। বিষয়টা তাঁর সন্তানদের ক্ষেত্রে ঘটেছে বলে নয়, করণ জোহার জানান, মানুষ হিসেবে এটা দেখতে খুব খারাপ লাগে। সোশ্যাল মিডিয়ায় এই কটাক্ষের ট্রেন্ড যেন দিন দিন বেড়েই চলেছে। করণ জোহরও যে কটাক্ষের শিকার। তাঁর পাঁচ বছরের দুই শিশুকে নিয়ে যখন বলতে পিছপা হয়নি নেটপাড়া তখনই করণ নিয়েছিলেন এই সিদ্ধান্ত।

Next Article