পরীমনি ও শরিফুল রাজ, বাংলাদেশের দুই জনপ্রিয় স্টার, পর্দায় যাঁদের বারবার ফিরে পেয়েছে দর্শকেরা। তাঁদের ঝুলিতে রয়েছে বহু হিট ছবি। শুটিং সেটেই একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। তবে সেই রসায়নে ছন্দপতন ঘটে তাঁদের ছেলে রাজ্য জন্ম নেওয়ার পর। ফাটল ধরে এই জুটির সম্পর্কের মাঝে। একে অন্যের থেকে ক্রমশই দূরে সরে যেতে শুরু করেন, তাঁরা একে অন্যের বিরুদ্ধে ভুরি ভুরি ও অভিযোগও এনেছেন প্রকাশ্যে। কখনও আবার মান অভিমান ভুলে কাছাকাছিও আসতে দেখা গিয়েছে তাঁদের। তবে সেই মুহূর্তগুলো খুব একটা স্থায়ী হত না। সদ্য জাঁকজমক করে পরীমনি তাঁর ছেলের জন্মদিন পালন করেন। সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি রাজকে।
যদিও শোনা গিয়েছিল ছেলের সঙ্গে আলাদা করে দেখা করে জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি। তবে ইদানিং পরীমনির সঙ্গে রাজকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। তবে কি গলছে অভিমানের বরফ? এবার বাংলাদেশ সিনে পাড়ায় অন্য খবর। শোনা যাচ্ছে, জুটি বাঁধতে দিয়ে চলেছেন আবারও পরীমনি ও রাজ। জল্পনা যদি সত্যি হয় তবে বহুদিন পর এই জুটিকে আবারও দেখতে পাবেন দর্শকেরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই খবর।
তবে বড়পর্দায় নয়, এবার ওটিজিতে আসছে এই জুটি। সম্প্রতি এক ওটিপি সিরিজের প্রস্তাব গ্রহণ করেছেন পরীমনি। শোনা যাচ্ছে সেই সিরিজেই তারই বিপরীতে থাকার প্রস্তাব গিয়েছে রাজের কাছে। যদিও এখনও পর্যন্ত এই সিরিজে কাজের বিষয়ে রাজ চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেই বলেই খবর। তবে পরীমনি ও রাজ জুটি যে একে অপরের সঙ্গে আবারও দুটি বাঁধে রাজি হয়েছেন কিংবা একে অন্যের কাছাকাছি এসেছেন এই খবরে একশ্রেণীর বেশ খুশি। এখন দেখার এই যদি আদপে একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করেন কি না?