AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডান্সফ্লোরে ঝড় তুললেন দর্শনা, হঠাত্‍ প্রবেশ সৌরভ-রুদ্রনীলের‌!

'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির প্রোমোশনাল মিউজিক ভিডিওতে একেবারে নতুন এবং গ্ল্যামারাস অবতারে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই'-এর রিমেক তৈরি হয়েছে। সেখানেই দর্শনার লাস্যময়ী উপস্থিতি নজর কেড়ে নিচ্ছে।

ডান্সফ্লোরে ঝড় তুললেন দর্শনা, হঠাত্‍ প্রবেশ সৌরভ-রুদ্রনীলের‌!
| Edited By: | Updated on: Nov 10, 2025 | 7:30 AM
Share

‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির প্রোমোশনাল মিউজিক ভিডিওতে একেবারে নতুন এবং গ্ল্যামারাস অবতারে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে। জনপ্রিয় কালজয়ী গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর রিমেক তৈরি হয়েছে। সেখানেই দর্শনার লাস্যময়ী উপস্থিতি নজর কেড়ে নিচ্ছে।

মূল গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর আর কিশোর কুমার। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন সৌম্য ঋত আর নবাগতা শ্রুতি। সঙ্গীতায়োজন করেছেন রাহুল সরকার। ভিডিয়োটিতে দর্শনার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা জন ভট্টাচার্য।পাশাপাশি ছবির দুই মুখ্য চরিত্র রুদ্রনীল ঘোষ এবং সৌরভ দাসের বিশেষ উপস্থিতি ভিডিয়োটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন আর চট্টোপাধ্যায় আর হিমালয় দেবনাথ। কোরিওগ্রাফি করেছেন বিক্রম। পুরো প্রকল্পটির সৃজনশীল দিকের তত্ত্বাবধানে রয়েছেন ছবির পরিচালক জয়ব্রত দাস যিনি একে বর্ণনা করেছেন “বাংলা সিনেমার স্বর্ণযুগকে আধুনিক দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপনের এক প্রচেষ্টা” হিসাবে। লক্ষণীয় এই ছবির ট্রেলার লঞ্চ করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টলিপাড়ার অনেকেরই ছবিটার ট্রেলার বেশ অন্যরকম লেগেছে। সত্তরের দশকের ক্যাবারে সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওতে রেট্রো আবহ, আকর্ষণীয় সাজসজ্জা এবং দর্শনার ঝলমলে উপস্থিতি মিলিয়ে তৈরি হয়েছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন’ আর্টস’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। এই গান ছবির প্রচারকে একধাপ এগিয়ে দেবে। ছবিতে ঋষভ বসু, সৌরভ দাস এবং রুদ্রনীল ঘোষকে তাক লাগানো তিন চরিত্রে দেখা যাবে বলে খবর। অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ও এই ছবির অংশ। সিবিএফসি-তে এই ছবি যখন যায়, তখন বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলতে বলা হয়েছিল। তারপর সেসব দৃশ্য বাদ দিয়ে এমন করা হয়েছে ছবিটা, যাতে দেশে এই ছবি মুক্তির অনুমতি পাওয়া যায়। ছবির ট্রেলার দেখেই আঁচ করা যায়, ভয়ঙ্কর রক্তপাত রয়েছে ছবি জুড়ে। দর্শকের কেমন লাগবে ছবিটা, এখন সেটাই দেখার অপেক্ষা।