‘১২ বছর পর আবার আমরা একসঙ্গে’…দেব-শুভশ্রীর ভিডিয়ো ভাইরাল
শুভশ্রী একটা টক শোয়ে এসে বলেছিলেন, দেবকে তিনি জিজ্ঞাসা করতে চান, 'ধূমকেতু' কবে মুক্তি পাবে? উত্তরে দেব বলেছিলেন, তিনিও চান ছবিটা মুক্তি পাক। কারণ এই ছবিতে তাঁর জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স রয়েছে।

২০জুন একটা ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছেন দেব-শুভশ্রী। ভিডিয়োটি শুরু হচ্ছে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দিয়ে। তারপর আসছেন দেব। দু’ জনে মিলে একটাই বার্তা দিতে চান। তাঁদের অভিনীত ছবি ‘ধূমকেতু’ বড়পর্দায় আসছে ১৪ অগাস্ট। নায়ক-নায়িকাই বলে দিলেন ১২ বছর পর একসঙ্গে বড়পর্দায় ফিরছেন তাঁরা। মানে ছবিটার জন্মলগ্ন ছিল ১২ বছর আগে। এই ছবির প্রযোজক রাণা সরকার এবং দেব। রাণার সঙ্গে দেবের প্রযোজনা সংক্রান্ত কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হওয়ার কারণে আগে ছবিটা মুক্তি পায়নি। শুভশ্রী একটা টক শোয়ে এসে বলেছিলেন, দেবকে তিনি জিজ্ঞাসা করতে চান, ‘ধূমকেতু’ কবে মুক্তি পাবে? উত্তরে দেব বলেছিলেন, তিনিও চান ছবিটা মুক্তি পাক। কারণ এই ছবিতে তাঁর জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স রয়েছে।
বর্তমান সময়ে যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যে সবচেয়ে চর্চিত তিন জুটি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত, জিত্-কোয়েল মল্লিক আর দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লক্ষণীয় প্রসেনজিত্-ঋতুপর্ণার মান-অভিমানের পালা চলেছে ১৪ বছর। মাঝে তাঁরা ১৪ বছর একসঙ্গে ছবি করেননি। তারপর ‘প্রাক্তন’ ছবির হাত ধরে আবার কাজ শুরু। পরপর তিনটে ছবি হিট হয়েছে এই জুটির। জিত্-কোয়েল জুটির কোনও ছবি অবশ্য আপাতত তৈরি হচ্ছে না। এই পরিস্থিতিতে দেব-শুভশ্রী ছবির জুটি ঘিরে যে প্রত্যাশার পারদ চড়বে, সেটা বোঝা যায়।
এই ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিকের ছবি দেখার জন্যও অপেক্ষা করে থাকেন দর্শকরা। তাই এই বছরের অন্যতম চর্চিত ছবি হতে চলেছে এটি, তা নিয়ে সংশয় নেই।
