রাত পোহালেই মহানায়কের বাড়ির লক্ষ্মী পুজো, শুটিং-এ ব্যস্ত দেবলীনা কী বললেন?
Devlina Kumar: টলিউডের অধিকাংশ তারকাদের বাড়িতেই লক্ষ্মীপুজো হয় বললে চলে। প্রতি বছর বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজোর আয়োজন করে উত্তম কুমারের পরিবার। এখন এই পুজোর দায়িত্ব পুরোপুরি সামলান নাতি গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা কুমার।
গ্রাম বাংলার প্রায় প্রতি বাড়িতেই হয় কেজাগরী লক্ষ্মীর আরাধনা। শহরের ছবিটাও প্রায় এক। যে যাঁর সাধ্যমত আয়োজন করেন সুখ-সমৃদ্ধি-ধনের দেবী লক্ষ্মী পুজোর। লক্ষ্মী মানেই শ্রী, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংসারের সুখবৃদ্ধি। সুন্দর আলপনা, ঠাকুর সাজানো, পুজোর আয়োজন, ভোগ রান্না- সব কিছুর মধ্যেই দিয়েই মাতৃ আরাধনা। টলিউডের অধিকাংশ তারকাদের বাড়িতেই লক্ষ্মীপুজো হয় বললে চলে। প্রতি বছর বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজোর আয়োজন করে উত্তম কুমারের পরিবার। এখন এই পুজোর দায়িত্ব পুরোপুরি সামলান নাতি গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা কুমার।
লক্ষ্মীপুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। শ্বশুরবাড়ির পাশাপাশি বাপের বাড়ির পুজোর দায়িত্বও থাকে দেবলীনার কাঁধে। চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মী প্রতিমা কিন্তু অন্য পাঁচটা লক্ষ্মী প্রতিমার মতো নয়। ভবানীপুরের বাড়ির লক্ষ্মীপ্রতিমা বানানো হয় সেই বাড়ির-ই গৃহলক্ষ্মীর মুখের আদলে। গৌরীদেবীর মুখের আদলে লক্ষ্মীর মুখ গড়ে পুজো শুরু করেছিলেন উত্তম কুমার, এখনও সেই ধারাই চলে আসছে। চলতি বছের প্রতিমা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
এবার আয়োজনের পালা। তবে সোমবার-মঙ্গলবার শুটিং-এ ব্যস্ত দেবলীনা। তাই মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে আয়োজন। TV9 বাংলাকে বললেন, ‘প্রতিবছর যেমন আয়োজন থাকে, এবারও তেমনই থাকবে। প্রত্যেকেই মাকে ভালবেসে দর্শন করতে আসবেন। তাই পুজোয় আয়োজন কিংবা আপ্যায়নে কোনও খামতিই রাখতে চাই না। আমাদের পরিবারের তরফ থেকে যে বিশাল আয়োজন থাকে এমনটা নয়। তবে পুজো পুজোর মতনই হবে। মা বছরে একবারই আসেন। যথাসম্ভব চেষ্টা করব মন প্রাণ দিয়ে পুজো করার। প্রতিবছর ঠিক যেমনটা হয়, এবছর আলাদা কিছু নয়।’