কঙ্গনা রানাওয়াত মানেই বারবরই বোল্ড লুক, একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন সেলেব, দাপটের সঙ্গে অভিনয় বা পরিচালনা, সবটাই তাঁর আসে। কিন্তু কোথাও গিয়ে যেন সেটার উর্দ্ধে উঠে এবার নিজেকে প্রমাণ করলেন কঙ্গনা রানাওয়াত, প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই ধাকড় ছবি ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে ছিল। তবে মাঝে করোনার কোপে বেশ কিছুটা বিরতি চলে এসেছিল, তাই স্থগিত ছিল ছবির কাজ। এবার সেই কাজে ফিরতে না ফিরতেই টিজার মুক্তিতে ভাইরাল হয়ে উঠলেন কঙ্গণা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত বরাবরই নারী কেন্দ্রীক ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়ে থাকেন।
তবে সেই সব ছবিকে ছাপিয়ে এবার ঝড় তুলল নতুন লুকে কঙ্গনা। কেন পুরুষ কেন্দ্রীক অ্যাকশন ছবিতেই বক্স অফিসে ঝড় উঠবে! এবার এমনই প্রশ্ন তুলে ভাইরাল কঙ্গনা রানাওয়াত। তিনি প্রতিটা পদক্ষেপে যে লুকে ধরা দিলেন ছবিতে তা এক কথায় বলতে গেলে প্রশংসার ঝড় তোলে। প্রকাশ্যে আসে কঙ্গনার মুখে কেবল একটাই সংলাপ, ‘শরীর থেকে আত্মা আলাদা করাই ব্যবসা আমার’। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়লেই কমেন্ট বক্সে ঝড় উঠল। সাফ লিখল, দাদা লুকে কঙ্গনা রানাওয়াত, হৃত্বিক কিংবা টাইগার নয়, এবার কঙ্গনা বলিউডকে ছাপিয়ে হলিউড স্টাইলে সকলের নজর কাড়লেন।
ছবির লুক প্রকাশ্যে আসতে কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, তিনি নিজে এবার এমন ছবি আনতে চলেছেন, যা বলিউডকে নতুন ভাবে অভিনেত্রীদের নিয়ে ভাবতে শেখাবে। আর তাঁর ছবির টিজার মুক্তির পর তা প্রমাণিত। ঠিক কতটা খেটে নিজেকে এই চরিত্রের জন্য তৈরি করেছেন তিনি, তার উত্তর মিলবে ছবি মুক্তির পরই, তবে যেকোনো হলিউড ছবির টিজারকে হার মানাতে পারে এই ছবি।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা