গান ছাড়ছেন রূপঙ্কর? গায়কের পোস্টকে ঘিরে তোলপাড়…

Rupankar Bagchi: কিছুদিন আগেই গানের স্কুল নিয়ে একটি পোস্ট করেছিলেন রূপঙ্কর। ছাত্রছাত্রীদের গান শেখানো নিয়ে সেই পোস্ট ঘিরেই ছিল উচ্ছ্বাস। তারপরই স্টেজে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে গায়ক লিখছেন 'বিদায়'। তা হলে কি আর কোনও দিনও গান গাইবেন না রূপঙ্কর? নানা প্রশ্ন অনুরাগীদের মনে। ভীষণ চিন্তিত অনুরাগীরা।

গান ছাড়ছেন রূপঙ্কর? গায়কের পোস্টকে ঘিরে তোলপাড়...
রূপঙ্কর বাগচী।
Follow Us:
| Updated on: May 04, 2024 | 12:10 PM

গানকে বিদায় জানালেন রূপঙ্কর বাগচী? তিনি কি আর গান গাইবেন না? গায়কের সাম্প্রতিক পোস্টকে ঘিরে তোলপাড় নেটপাড়ায়। গায়ক একটি ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়া (ফেসবুক)-এ। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে একাকী দাঁড়িয়ে আছেন রূপঙ্কর। এবং ক্যাপশনে লিখেছেন, “বিদায়”। তা হলে কি চিরতরে গানকে আলবিদা জানালেন তিনি। তা নিয়ে চিন্তার ভাঁজ গায়কের অনুরাগীদের মনে। কমেন্ট বক্স ভরে উঠেছে চিন্তিত শ্রোতাদের প্রশ্নে।

রূপঙ্করের এক অনুরাগী লিখেছেন, “আমরা যাঁরা তোমা গান জাপটে থাকি, তাঁদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না।” একজন টাইপ করেছেন, “দাদা এই ধরনের কথা কেন? প্লিজ় যদি গানটার নাম লিখে থাকেন, তা হলে ঠিক আছে। কিন্তু অন্য কোনও কারণে নয় কিন্তু দাদা…।” এক অনুরাগীর আর্তনাদ, “বিদায় কথাটার মনে কী? একজন ভাল শিল্পীর কি এ কথা মানায়?” অন্য এক শ্রোতার বক্তব্য, “যতদিন প্রাণ, ততদিন গান। আপনি থাকছেন স্যার। মেডিটেশন মন ও মাথাকে শান্ত রাখতে সাহায্য করে।” একজন তো নিজের কান্নাই ধরে রাখতে পারছে না আর। সেই কথা লিখেই দিলেন। একজন আবার লিখেছেন, “বিদায়ের দায় কেন? তুমি তো ইন্ডাস্ট্রির উপর অনেক দায় রেখেছ। আমরা মনে রাখব সারাজীবন।”

ততক্ষণে সবটাই নিজের চোখে দেখে ফেলেছেন রূপঙ্কর। কিছু-কিছু কমেন্টে লাল হার্টও দিয়েছেন গায়ক। এই রূপঙ্করকে বছর দুই আগে ভয়ানক ট্রোল করা হয়েছিল ভারতীয় গায়ক কেকের মৃত্যুর পর। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন কেকে। আর পুরীতে শুটিং করতে গিয়ে সন্ধ্যাবেলা একটি পোস্ট করে বাঙালি গায়কদের নিয়ে দর্শকের উন্মাদনার ঘাটতি দেখে রাগ প্রকাশ করে রূপঙ্কর বলে ফেলেছিলেন, “হু ইজ় কেকে? হু ইজ় কে ম্যান?” সেই দিনই শো শেষে এসে মারা গিয়েছিলেন কেকে। বুকে হঠাৎ যন্ত্রণা। তারপর সব শেষ। এর পর রূপঙ্কর ট্রোলড হলেন। নিন্দুকদের নিশানা ছিল রূপঙ্করের সেই মন্তব্য। ভাবখানা এমন, যেন তাঁর মন্তব্যর জন্যই কেকের মৃত্য়ু। এই ঘটনার পর খুনের হুমকিও পেয়েছিলেন রূপঙ্কর। নিরাপত্তা নিয়ে ঘুরেছেন। মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয় গায়ককে।

এই খবরটিও পড়ুন

কিন্তু তাঁর এই সাম্প্রতিক পোস্টে ‘বিদায়’ শব্দটা লেখার পর রূপঙ্কর এটুকু নিশ্চয়ই বুঝেছেন, মানুষ তাঁকে ভালবাসেন। আপনি থাকছেন স্যার!