কিরগিস্তানে জ্বলছে আগুন, আটকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া, জারি বিশেষ সতর্কতা
Kyrgyzstan: ভারতীয় দূতাবাসের তরফে পোস্ট করে লেখা হয়েছে, "আমাদের দেশের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পড়ুয়াদের আপাতত বাড়িতেই থাকতে বলা হচ্ছে। কোনও সমস্যা হলে, ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।"
নয়া দিল্লি: কিরগিস্তানে তুমুল অশান্তি। বিদেশ থেকে আগত পড়ুয়াদের উপরে হামলা চলছে। এই পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হল। পাকিস্তানের পড়ুয়াদেরও সুরক্ষিত থাকতে বলা হয়েছে।
জানা গিয়েছে, কিরগিস্তানের রাজধানী বিশকেকে হিংসা ছড়িয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পড়ুয়াদের উপরে হামলা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় ও পাকিস্তানি পড়ুয়াদের সুরক্ষিত থাকতে বলা হয়েছে। কিরগিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি রয়েছে এলাকায়। অন্যদিকে, পাকিস্তানের দূতাবাসের তরফে বলা হয়েছে, বিশকেকে বিভিন্ন মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে হামলা করছে দুষ্কৃতীরা। ওই হস্টেলে ভারত, পাকিস্তান, বাংলাদেশের পড়ুয়ারা থাকেন। তাদের উপরে হামলা করা হচ্ছে বলেই খবর।
We are in touch with our students. The situation is presently calm but students are advised to stay indoors for the moment and get in touch with the Embassy in case of any issue. Our 24×7 contact number is 0555710041.
— India in Kyrgyz Republic (@IndiaInKyrgyz) May 18, 2024
ভারতীয় দূতাবাসের তরফে পোস্ট করে লেখা হয়েছে, “আমাদের দেশের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পড়ুয়াদের আপাতত বাড়িতেই থাকতে বলা হচ্ছে। কোনও সমস্যা হলে, ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে কিরগিস্তানে ১৪৫০০ ভারতীয় পড়ুয়া রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, বিশকেকে ভারতীয় পড়ুয়ারা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।
Monitoring the welfare of Indian students in Bishkek. Situation is reportedly calm now. Strongly advise students to stay in regular touch with the Embassy. https://t.co/xjwjFotfeR
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) May 18, 2024
পাকিস্তানের দূতাবাসের তরফে জানানো হয়েছে, গত ১৩ মে কিরগিজ ও মিশরীয় পড়ুয়াদের মধ্য়ে ঝামেলা-মারপিট হয়। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারতীয়, পাকিস্তানি সহ একাধিক দেশের পড়ুয়াদের উপরে হামলা করা হয়। পাকিস্তানের একাধিক পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাকিস্তানি পড়ুয়াদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। কিরগিস্তানে প্রায় ১০ হাজার পাকিস্তানি পড়ুয়া রয়েছে।