Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swati Maliwal Case: স্বাতী মালিওয়ালকে মারধরের মামলায় আটক কেজরীর সহকারী

Bibhav Kumar: দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই বিভাবকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনের গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় বিভাবকে। 

Swati Maliwal Case: স্বাতী মালিওয়ালকে মারধরের মামলায় আটক কেজরীর সহকারী
স্বাতী মালিওয়াল ও বিভব কুমার।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 18, 2024 | 1:19 PM

নয়া দিল্লি: আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থা ও মারধরের মামলায় কেজরীবালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারকে আটক করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই বিভাবকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনের গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় বিভাবকে। কেজরীর সহকারীর বিরুদ্ধে আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে মারধর করার অভিযোগ উঠেছে।

দুই দিন আগেই দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেন স্বাতী মালিওয়াল। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা আম আদমি পার্টির সাংসদ অভিযোগ করেন, গত ১৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়িতে তাঁকে মারধর করেন বিভব কুমার। ৭-৮বার চড় মারেন, মাটিতে ফেলে বুকে ও পেটে লাথিও মারেন। স্বাতী বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে মারধর করতে থাকেন বিভব।

ইতিমধ্যেই কেজরীবালের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে স্বাতীকে মারধর করতে দেখা গিয়েছে কেজরীর সহকারীকে। শুক্রবার দিল্লি পুলিশ স্বাতী মালিওয়ালকে নিয়ে কেজরীবালের বাড়িতে নিয়ে যান ঘটনার পুনর্নির্মাণ করতে। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, বিভব কুমারও পাল্টা অভিযোগ জানিয়েছেন স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, স্বাতী মালিওয়াল জোর করে, বিনা অনুমতিতে ঢুকেছিলেন কেজরীবালের বাড়িতে।