জানেন একটি গান পিছু কত টাকা দাবি করে থাকেন অরিজিৎ? শুনলে অবাক হবেন
ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠা সেই সুপারস্টারের এক একটি গান মানেই এখন সিনে দুনিয়ায় ইতিহাস। সিনেমার ইউএসপি বা সেলিং পয়েন্টও বলা যেতে পারে। ঠিক এমনই ছবি বর্তমানে ধরা দেয় প্রতিটা পদে পদে, যখন প্রাণ ঢেলে গান গেয়ে থাকেন অরিজিত সিং। সিনেমা যেন পলকে হিট।

অরিজিৎ সিং, যাঁর কণ্ঠের মাধুর্যে লক্ষ-লক্ষ অনুরাগীরা মুগ্ধ। একের পর এক প্লেব্যাক তাঁর সুপারহিট। একটা সময় কঠিন লড়াই করে কেরিয়ারে নিজের জায়গা পাকা করেছেন গায়ক। গানের পর গান রেকর্ড হতো, কিন্তু তা মুক্তি পেত না। তবুও গানের প্রতি তাঁর চেষ্টার কোনও ক্রুটি ছিল না । ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠা সেই সুপারস্টারের এক একটি গান মানেই এখন সিনে দুনিয়ায় ইতিহাস। সিনেমার ইউএসপি বা সেলিং পয়েন্টও বলা যেতে পারে। ঠিক এমনই ছবি বর্তমানে ধরা দেয় প্রতিটা পদে পদে, যখন প্রাণ ঢেলে গান গেয়ে থাকেন অরিজিত সিং। সিনেমা যেন পলকে হিট।
সেই সুপারস্টার এক একটি গান গাইতে ঠিক কত টাকা দাবি করে থাকেন! এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন অরিজিৎ সিং। তিনি জানিয়েছিলেন, সিনেমায় প্লেব্যাকের জন্য তিনি কোনও টাকাই চার্জ করেন না। নির্মাতারা যা ঠিক মনে করেন তাঁকে তাই দিয়ে থাকেন এক একটি গানের জন্য। কোনও নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি চার্জ করেন না। আর রইল পড়ে তাঁর লাইভ কনসার্টের জন্য, সেক্ষেত্রে ঠিক কত টাকা নেওয়া হয়, তিনি জানেন না, কারণ তাঁর ম্যানেজার এই বিষয়টা দেখেন। সেই কারণেই টাকার বিষয় তিনি খুব একটা মাথা ঘামান না। যদিও বলিউডে কান পাতলে শোনা যায় ছবির গান পিছু অরিজিতের পারিশ্রমিক ১৮ থেকে ২০ লক্ষ টাকা।
খুব সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন অরিজিৎ। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় আর পাঁচজনের মতোই সকলের মাঝেই মিশে থাকতে। কোথাও গিয়ে যেন সেলেব মহলের আভিজাত্য বা অহংকার নয়, অরিজিৎ পছন্দ করেন নিজেকে সাধারণ করেই রাখতে। বাংলায় এলে অধিকাংশ সময়ই তিনি ফোন বন্ধ করে রাখেন বলে জানান। মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখা যায় সেই অচেনা অরিজিৎ সিং-এর চেনা অনেচা নানা ছবি। কখনও বাজার করছেন, কখনও আবার মাঠে খেলছেন, স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখছেন। তাঁর অনুরাগীরা জানেন, এটাই অরিজিৎ।
