AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘স্বামী হিসেবে শাহরুখ কেমন?’ প্রশ্ন করতেই এ কী বলেন গৌরী?

Relationship Gossip: তিলে তিলে নিজেদের সংসার গুছিয়েছিলেন দম্পতি। আজও তাঁরা একসঙ্গেই ঘর করছেন। সম্পর্কে কম ঝড় ওঠেনি, তবুও তাঁদের পথ চলা থামেনি তাঁদের। কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তিনি।

‘স্বামী হিসেবে শাহরুখ কেমন?’ প্রশ্ন করতেই এ কী বলেন গৌরী?
| Updated on: Nov 25, 2024 | 11:00 AM
Share

শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু আগেই। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরী করেননি তাঁরা। কিছুদিনের মধ্যেই সকলকে লুকিয়ে বিয়ে করেছিলেন জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনিমতেই সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়। সেই থেকে শুরু পথচলা। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। তিলে তিলে নিজেদের সংসার গুছিয়েছিলেন দম্পতি। আজও তাঁরা একসঙ্গেই ঘর করছেন। সম্পর্কে কম ঝড় ওঠেনি, তবুও তাঁদের পথ চলা থামেনি তাঁদের। কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তিনি। তবে করণ জোহরের সামনে গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। কফি উইথ করণে, করণ জোহর প্রশ্ন করেছিলেন, ‘স্বামী হিসেবে শাহরুখ কেমন?’

যার উত্তরে গৌরী বলেছিলেন, ‘শাহরুখ খান ভীষণ সহজ মানুষ। শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে একমাত্র সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। ‘আমি শাহরুখ, সেই দম্ভটা ওর নেই’।’ ফলে শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি গৌরী খানকে। যার ফলে শাহরুখের সঙ্গে তাঁর সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।

প্রসঙ্গত, রোম্যান্সের কিং একাধিকবার একটা প্রশ্নের মুখোমুখি হন, এত মহিলার মনে বছরের পর বছর ধরে তিনি কীভাবে রাজত্ব করছেন, উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করাই হচ্ছে একমাত্র টিপস। ‘তাঁরা কেবল ওটুকু পেলেই খুশি’, এমনও দাবি করেন কিং।