AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মিথ্যা কথা সাজিয়ে মামলা করলেন…’, পরমব্রত-অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ?

কিছু পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি পথে হেঁটেছেন। এবার অন্য কিছু পরিচালক তাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। যাঁরা আইনি পথে হেঁটেছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিদুলা ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, সুব্রত সেন, ইন্দ্রনীল রায়চৌধুরী প্রমুখ।

'মিথ্যা কথা সাজিয়ে মামলা করলেন...', পরমব্রত-অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ?
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 5:23 PM
Share

টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে টলিপাড়ার কিছু পরিচালকের সমস্যা আর মিটছে না। সমস্যার সূত্রপাত রাহুল মুখোপাধ্যায় পরিচালিত একটা ছবির শুটিংকে কেন্দ্র করে। সেই সময়ে ফেডারেশন থেকে বেরিয়ে গিয়ে পরিচালকরা একজোট হয়ে তৈরি করেন ডিএইআই। সেখানে ভাঙন ধরেছে। কিছু পরিচালক পদত্যাগপত্র জমা করেছেন।

কিছু পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি পথে হেঁটেছেন। এবার অন্য কিছু পরিচালক তাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। যাঁরা আইনি পথে হেঁটেছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিদুলা ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, সুব্রত সেন, ইন্দ্রনীল রায়চৌধুরী প্রমুখ।

টলিপাড়ার এক পরিচালক ভিডিয়ো বার্তাতে বললেন, ”রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং ঘিরে যখন সমস্যা হয়, তখন কিছু বড় মাথা আসেন, যাঁদের নিয়মিত গিল্ডে দেখা যেত না। ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য তাঁরা ফেডারেশন আর পরিচালকদের মধ্যে দূরত্ব তৈরি করতে চেয়েছিলেন, ইন্ডাস্ট্রিকে ভেঙে দেবেন বলে!” লক্ষণীয় ব্যক্তিগত কার্যসিদ্ধির বিষয়টা বলেছেন পরিচালক শ্রীজিত্‍ রায়, কিছু মাস আগে যাঁর ধারাবাহিকের সেট তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরে অবশ্য ফেডারেশনের সঙ্গে কথা বলে বিষয়টা মিটিয়ে নিয়েছেন শ্রীজিত্‍।

আর একজন পরিচালক বললেন, ”মিথ্যা কথা সাজিয়ে মামলা করলেন কিছু পরিচালক। সকলের অনুমতি না নিয়ে তাঁরা পদক্ষেপ করেছেন।” আর এক পরিচালকের বক্তব্য, ”ফেডারেশনের নামে মিথ্যা রটনা বন্ধ করুন।” যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায় বা অনির্বাণ ভট্টাচার্য আইনি পথে হেঁটেছেন, তা হলে কি এসব অভিযোগ তাঁদেরও বিরুদ্ধে? তা নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। এখন পরিচালকদের সঙ্গেই পরিচালকদের লড়াই। শেষ অবধি এর সমাধান কীভাবে হবে, সেটা দেখার অপেক্ষা।