‘আমার বয়স যখন ১৮…’, করণের বদনাম ঘোচাতে মরিয়া দিশা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 01, 2024 | 8:00 PM

Karan-Disha: নেপোটিজ়ম নিয়ে বারবার তোপের শিকার হওয়া করণের পক্ষে এবার মুখ খুললেন দিশা পাটানি। তিনি বহিরাগত। কিন্তু তাঁকেও নাকি বলিউডের অন্দরমহলে পা রাখার সুযোগ করে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন দিশা পাটানি। 

আমার বয়স যখন ১৮..., করণের বদনাম ঘোচাতে মরিয়া দিশা

Follow Us

করণ জোহর মানেই বলিউডের অন্দরমহলে একশ্রেণির মুখে কটাক্ষের ঝড়। বহিরাগতদের নাকি সেভাবে জায়গা করে দেন না তিনি। তাঁর নামে এমনই বদনাম বহুদিনের। যদিও তাতে খুব একটা গা করেন না বলিউডের দাপুটে প্রযোজক তথা পরিচালক করণ জোহর। নেপোটিজ়ম নিয়ে বারবার তোপের শিকার হওয়া করণের পক্ষে এবার মুখ খুললেন দিশা পাটানি। তিনি বহিরাগত। কিন্তু তাঁকেও নাকি বলিউডের অন্দরমহলে পা রাখার সুযোগ করে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন দিশা পাটানি।

বৃহস্পতিবার গালা সেলিব্রেশন পালা। কারণ সিদ্ধার্থ মালহোত্রার আগামী অ্যাকশন ছবি যোদ্ধার ট্রেলার লঞ্চে ছিল বলিউড সেলেবদের ঢল। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার সকলের নজর কেড়েছে। সিদ্ধার্থ মালহোত্রী শেরশাহ ছবির পর আরও এবার ভারতীয় আর্মির চরিত্রে ধরা দিতে চলেছেন। ছবির প্রযোজক করণ জোহরও এদিন তালিকা থেকে বাদ থাকলেন না। এই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী দিশা পাটানিকে। সঙ্গে রয়েছেন রাশি খান্না। এখানেই তিনি করণ জোহর প্রসঙ্গে মুখ খোলেন।

যোদ্ধা ছবির অভিনেত্রী দিশা করণ জোহর প্রসঙ্গে জানালেন, আমি যদি আজ অভিনেত্রী হয়ে থাকি, তবে সেটা করণ জোহরের জন্যই। কারণ তিনিই প্রথম আমায় খুঁজে বার করেছিলেন। আমি তখন মডেলিং করতাম। আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমার মনে হয়, আমি হয়তো এখানে থাকতাম না, যদি না তিনি সেদিন আমায় নজর করতেন। তাই মানুষ যখন অনেক কিছুই বলেন, আমি ভাবি আমিও তো একজন বহিরাগত। আমার মনে হয় এটা আমার জন্য একটা বড় সুযোগ, যেটা উনি আমায় দিয়েছেন। এই সময় দিশা পাটানিকে থামিয়ে, সিদ্ধার্থ মালহোত্রা বলে ওঠেন– কী বলছো দিশা, আমিও তো। স্টুডেন্ট অব দ্য ইয়ার, করণ জোহরের ঝুলিতে অন্যতম হিট ছবি, যা তিন স্টারের জন্ম দিয়েছিল।

Next Article