দ্বিতীয় কন্যা জন্মের পরেই সম্পর্কে অবনতি! ‘খিটখিটে হয়ে যায়’, অকপট এষা

Esha Deol: এষা ও ভরতের দুই সন্তান। ২০২০ সালে তাঁদের ছোট মেয়ে মিরায়ার জন্ম হয়। এষা লেখেন, "আমার দ্বিতীয় সন্তানের পর আমি দেখছিলাম ভরত আমার উপর রেগে যাচ্ছিল।

দ্বিতীয় কন্যা জন্মের পরেই সম্পর্কে অবনতি! 'খিটখিটে হয়ে যায়', অকপট এষা
দ্বিতীয় কন্যা জন্মের পরেই সম্পর্কে অবনতি!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 8:30 AM

বর্ষীয়ান অভিনেতা হেমা মালিনী ও ধর্মেন্দ্রের মেয়ে এষা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানির ১২ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে সদ্য। এক যৌথ বিবৃতি দিয়ে সেই কথা শেয়ার করেছেন দু’জনে। কেন তাঁদের বিয়ে ভাঙল তা নিয়ে নানা জায়গায় চলছে নানা ধরনের আলোচনা। কেন সম্পর্ক ভাঙল সে ইঙ্গিত নিজেই দিয়েছিলেন এষা। জানিয়েছিলেন তাঁর বইতে। বইয়ের নাম, ‘আম্মা মিয়া- স্টোরিজ, অ্যাডভাইজ আর রেসিপিজ ফ্রম ওয়ান মাদার টু অ্যানাদার।’

এষা ও ভরতের দুই সন্তান। ২০২০ সালে তাঁদের ছোট মেয়ে মিরায়ার জন্ম হয়। এষা লেখেন, “আমার দ্বিতীয় সন্তানের পর আমি দেখছিলাম ভরত আমার উপর রেগে যাচ্ছিল। ও মনে করছিল আমি ওকে সময় দিচ্ছি না। একজন স্বামীর জন্য এই অনুভূতি খুবই স্বাভাবিক। আমি রাধ্যা ও মিরায়াকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি নিজেও বই লিখছিলাম। নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মনে আছে এমনও সময় গিয়েছে যখন ভরত আমার কাছে ব্রাশ চেয়েছে আমি দিতে ভুলে গিয়েছি। ও কী লাঞ্চ নিয়েছে তা দেখতেও ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি ওর জামা আয়রন আছে কিনা তা দেখতে।”

যদিও এই দূরত্ব ঠিক করার আপ্রাণ চেষ্টা করেছিলেন এষা, তা তিনি নিজেই জানিয়েছেন। কিন্তু তা যে ঠিক হয়নি, সেই প্রমাণই দিচ্ছে এই বিচ্ছেদ।