AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত ফতিমা সানা শেখ, এখন কেমন আছেন?

চলতি মাসেই বলিউডে একের পর এক অভিনেতাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, মনোজ বাজপেয়ী, কার্তিক আরিয়ান, বিক্রান্ত মেসি, রণবীর কাপুরের মতো তারকারা আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত ফতিমা সানা শেখ, এখন কেমন আছেন?
ফতিমা সানা শেখ।
| Updated on: Mar 29, 2021 | 4:29 PM
Share

করোনা (Covid 19) আক্রান্ত হলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোমবার এই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

ফতিমা লিখেছেন, ‘আমার কোভিড ১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ। এই মুহূর্তে সব নিয়ম মেনে চলছি। নিজেকে সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রেখেছি। আপনাদের সকলের প্রার্থনা, ভালবাসার জন্য অনেক ধন্যবাদ। দয়া করে সুস্থ থাকুন।’

২০১৬-এ মুক্তি পেয়েছিল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’। সে ছবিতে অভিনয় করেই দর্শকের ঘরে ঘরে পরিচিত পান তিনি। এরপর ‘থাগস অব হিন্দোস্তান’, ‘লুডো’, ‘সূরজ পে মঙ্গল ভারী’র মতো ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। এ হেন ফতিমার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য সোশ্যাল ওয়ালেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অসংখ্য অনুরাগী।

fatima-post

ফতিমার ইনস্টাগ্রাম স্টোরি।

চলতি মাসেই বলিউডে একের পর এক অভিনেতাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, মনোজ বাজপেয়ী, কার্তিক আরিয়ান, বিক্রান্ত মেসি, রণবীর কাপুরের মতো তারকারা আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই সোশ্যাল ওয়ালে অসুস্থতার খবর শেয়ার করেছেন। যাতে কর্মসূত্রে তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিরা নিজেরা সচেতন হতে পারেন।

করোনার সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে গোটা বিশ্ব। নিউ নর্মালে সব কাজ ধীরে ধীরে শুরু হয়েছিল বটে। কিন্তু পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে গোটা বিশ্ব। তেমনটাই মনে করছেন চিকিৎসকদের বড় অংশ। ফলে সর্বস্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়ার হচ্ছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ খারাপ। একের পর এক সেলেবদের আক্রান্ত হওয়ার খবরে বিষয়টা আরও স্পষ্ট হচ্ছে। আক্রান্ত তারকারাও অসংখ্য অনুরাগীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছেন।

আরও পড়ুন, ‘সাঁঝের বাতি’র ‘চারু’র মালদ্বীপ ভ্রমণ, সঙ্গী কে?