একটুর জন্যে ছিটকে গেলেন ভারতের প্রতিযোগী মনিকা, মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতলেন কে?
এ বছর বিচারকদের মধ্যে ছিলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল, যিনি প্রতিযোগিতার বিভিন্ন পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করেন। অংশগ্রহণকারী দেশগুলির তালিকায় ছিল চিলি, কিউবা, কলম্বিয়া, গুআদেলুপ, মেক্সিকো, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মাল্টা এবং কোট ডি’আইভোয়ার সহ আরও বহু দেশ।

অবশেষে প্রতীক্ষার অবসান। থাইল্যান্ডে গত বেশ কয়েকদিন ধরে চলতে থাকা মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল অবশেষে প্রকাশিত। বিশ্বজুড়ে একশোরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে এ বছরের মিস ইউনিভার্সের মুকুট উঠল মেক্সিকোর ফাতিমা বোশের মাথায়। আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা, বক্তব্য পেশের দক্ষতা এবং সামাজিক বার্তা তুলে ধরার ক্ষমতায় বিচারকদের মন জয় করেন তিনি।
এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন থাইল্যান্ডের বীনা প্রবীণার সিং। দ্বিতীয় রানার আপ হয়েছেন ভেনেজুয়েলার স্টেফেনি আবাসালি, আর তৃতীয় রানার আপের স্থান দখল করেন ফিলিপাইনের প্রতিযোগী মা আহতিসা মানালো। চার জন শীর্ষ প্রতিযোগী, দর্শক এবং বিচারকদের নজর কাড়েন তাঁদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে।
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মনিকা বিশ্বকর্মা, আর বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিথিলা। দু’জনেরই আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত সেরা ১২-র তালিকায় জায়গা করে নিতে পারেননি। তবু তাঁদের মঞ্চে উপস্থিতি এবং বক্তব্য আলোচনায় এসেছে আন্তর্জাতিক মহলে।
এ বছর বিচারকদের মধ্যে ছিলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল, যিনি প্রতিযোগিতার বিভিন্ন পর্বে প্রতিযোগীদের মূল্যায়ন করেন। অংশগ্রহণকারী দেশগুলির তালিকায় ছিল চিলি, কিউবা, কলম্বিয়া, গুআদেলুপ, মেক্সিকো, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মাল্টা এবং কোট ডি’আইভোয়ার সহ আরও বহু দেশ।
প্রসঙ্গত, গত বছর এই খেতাব জিতেছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কের থেলভিগ। এ বছরও ডেনমার্ক অংশ নিলেও শীর্ষস্থানে পৌঁছতে পারেনি। ভারত যদিও মুকুট জিততে পারেনি, তবু মনিকার পারফর্ম সকলের নজর কাড়ে। তবে শেষ পর্যন্ত মুকুট না জিততে পারার আক্ষেপও বর্তমান। তবে উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি, সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে অনুপ্রাণিত করছেন।
