এক ছবিতেই পান ৫০ কোটি, সোশাল মিডিয়া পোস্টে ৮০ লাখ! রণবীর সিং কত টাকার মালিক জানেন?
এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নজর কেড়েছিলেন রণবীর। নিজের লুক একেবারে বদলে, অ্য়াকশনে অবতারে হাজির হয়েছেন বলিউডের ফ্যাশনেবল হাঙ্ক। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে এই ছবির ফলাফল বেশ ভাল। গোটা দেশেই উইকএন্ড জুড়ে হাউজফুল।

শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ধুরন্দর। এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নজর কেড়েছিলেন রণবীর। নিজের লুক একেবারে বদলে, অ্য়াকশনে অবতারে হাজির হয়েছেন বলিউডের ফ্যাশনেবল হাঙ্ক। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে এই ছবির ফলাফল বেশ ভাল। গোটা দেশেই উইকএন্ড জুড়ে হাউজফুল। বহুদিন পর একটি হিট পাওয়ার অপেক্ষায় ধুরন্দর রণবীর।
পর পর ছবি ফ্লপ হলেও, বলিউডের ব্র্য়ান্ড হিসেবে রণবীরের চড়া দাম। তথ্য বলছে, ছবি সই করলেও, রণবীরের ব্যাঙ্কে ঢুকে যায় ৩০ থেকে ৫০ কোটি টাকা। শুধু পারিশ্রমিক নন। যে কোনও ব্র্যান্ডের প্রচার করতে রণবীর নেন ৩ থেকে ৫ কোটি। এখানেই শেষ নয়। সোশাল মিডিয়ায় পোস্ট থেকে রণবীরের আয় প্রায় ৮০ লাখ টাকা। এছাড়াও মুম্বই ও দিল্লিতে রণবীরের রয়েছে মোট ৪ টে বিলাসবহুল বাড়ি। রণবীরের গাড়ির সংখ্য়াও ১৫। আর সবই বিদেশি গাড়ি। মোট হিসেব বলছে, রণবীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক।
2০১০ সালে ব্য়ান্ড বাজা বারাত ছবি থেকে বলিউডে পা রাখেন রণবীর সিং। তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। প্রথম থেকেই রণবীর সিং বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। প্রথম ছবি হিট হলেও, পরে বেশ কয়েকটি ছবিতে রণবীরকে ফ্লপ দেখতে হয়। তারপর লুটেরা ছবি থেকে রণবীর প্রমাণ করেন, শুধুই অ্য়াকশন ব চকোলেট হিরো নন। তিনি দারুণ অভিনেতাও। বনশালি রাম-লীলা, বাজিরাও মস্তানি ছবি রণবীরকে জনপ্রিয় করে তোলে বলিপাড়ায়। দীপিকার সঙ্গে নাম জড়িয়ে তাঁদের প্রেমের সম্পর্কও সুপারহিট। ছোট্ট মেয়ে দুয়াকে নিয়ে রণবীরের এখন সুখের সংসার।
