AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আগে পয়সা নিতাম না, এখনই নিই!’ কোন ঘটনায় সিদ্ধান্ত বদলালেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ঠিক এমনটাই করতেন পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এফএম গোল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট তিনি বললেন, নিজের পরিচালিত ছবিতে বিনা পরিশ্রমেই অভিনয় করতেন কৌশিক। বেশ কয়েকটি ছবিতে এমনটাই করতেন তিনি। তবে এক ঘটনাতেই এই নিয়ম ভেঙেছেন। তা কী সেই ঘটনা?

'আগে পয়সা নিতাম না, এখনই নিই!' কোন ঘটনায় সিদ্ধান্ত বদলালেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
| Updated on: Oct 27, 2025 | 8:31 PM
Share

তিনি যে টলিউডের প্রতিভাবান সিনে পরিচালক, তা নতুন করে বলার কথা নয়। একাধারে তিনি যে দুরন্ত অভিনেতাও, তাঁর প্রমাণ ঝুড়ি ঝুড়ি। কিন্তু জানেন কী, এক সময় অভিনয় করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নিতেন না তিনি? হ্যাঁ, ঠিক এমনটাই করতেন পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এফএম গোল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট তিনি বললেন, নিজের পরিচালিত ছবিতে বিনা পরিশ্রমেই অভিনয় করতেন কৌশিক। বেশ কয়েকটি ছবিতে এমনটাই করতেন তিনি। তবে এক ঘটনাতেই এই নিয়ম ভেঙেছেন। তা কী সেই ঘটনা?

অন্য পরিচালকের ছবিতে অভিনয়ের জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক হিসেবে পান কৌশিক গঙ্গোপাধ্য়ায়। কিন্তু নিজের ছবির বেলাতেই একটা টাকা না নিয়েই অভিনয় করতেন। কৌশিক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসলে অভিনয় করতে ভাল লাগত বলেই করেছি। তবে এর ফলে প্রযোজকের কিছু টাকা বাঁচত, যা কিনা ছবি নির্মাণের অন্য কাজে লেগে যেত। আখেরে তো আমার ছবির জন্যই ভাল হত।

কৌশিকের কথায়, নিজের ছবিতে কোনও এক বিশেষ চরিত্রে নিজেই অভিনয় করলে, আউটডোরে আলাদা করে একস্ট্রা কোনও রুম বুক বা অন্য়ান্য ব্যবস্থা করতে হত না। তার থেকেও বড় ব্য়াপার, সেই বিশেষ চরিত্রটাকে আলাদা করে অন্য অভিনেতাকে বোঝাতে হত না। নিজের লেখা চরিত্রে, নিজেই অভিনয় করা যেত।

হঠাৎ এই সিদ্ধান্ত পাল্টালেন কেন কৌশিক?

কৌশিকের কথায়, সিদ্ধান্ত পাল্টানোর জন্য দায়ী বিসর্জনের গণেশ মণ্ডল! হ্যাঁ, জয়া আহসান, আবির চট্টোপাধ্য়ায় অভিনীত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিসর্জন-এ গ্রামের দাপুটে জমিদার গণেশ মণ্ডলের চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক। ছবি যেমন হিট করেছিল, তেমনই প্রশংসা পেয়েছিলেন গণেশ মণ্ডল ওরফে কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক বলেন, ”বিসর্জনের পর থেকে গণেশ মণ্ডল আমার উপকার ও অপকার করল। দেখলাম অভিনয়ের জন্য এত কাজ আসছে। তখনই ঠিক করলাম, ফ্রিতে নিজের ছবিতেও আর অভিনয় করব না।”

তথ্যসূত্র- এফএম গোল্ড